More
    HomeখবরMamata Banerjee “তুমি মুখ খারাপ করবে না , দলের অসুবিধা” – তৃণমূল...

    Mamata Banerjee “তুমি মুখ খারাপ করবে না , দলের অসুবিধা” – তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলিকে কড়া ধমক মমতার।

    Today Kolkata:- বিধায়ক ইদ্রিশ আলিকে (Idrish Ali) বিতর্কিত মন্তব্য থেকে বিরত থাকতে কড়া নির্দেশ দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গত বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকাই বিধানসভায় আসেন মুখ্যমন্ত্রী। বিধানসভা অধিবেশন কক্ষের অন্দরে প্রবেশ করতে গিয়েই মুখ্যমন্ত্রীর মুখোমুখি হন ভগবানগোলার তৃণমূল (Trinamool Congress) বিধায়ক ইদ্রিশ (Idrish Ali)। তখনই মুখ্যমন্ত্রী তাঁকে সটান বলেন, ‘‘তুমি মুখ খারাপ করবে না! তোমার জন্য দলের নাম খারাপ হচ্ছে!’’ ইদ্রিশকে (Idrish Ali) সরাসরি ওই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি অবশ্য ধমক খাওয়ার কথা স্বীকার করেননি। তবে তাঁর ঘনিষ্ঠ মহলের বক্তব্য, ঘটনাটি ঘটেছিল।

    সম্প্রতি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুমন্তব্য করেছিলেন কংগ্রেসের আইনজীবী-নেতা কৌস্তুভ বাগচী (Koustav Bagchi)। তার পরেই তাঁকে গ্রেফতার করা হলে একযোগে মুখ্যমন্ত্রীর শাসনপদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা। মধ্যরাতে কেন কৌস্তুভের (Koustav Bagchi) বাড়িতে পুলিশ গেল এবং সকালেই তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করা হল, তা নিয়ে মুখ্যমন্ত্রীকে কড়াভাষায় আক্রমণ করেন কংগ্রেস নেতৃত্ব থেকে শুরু করে রাজ্যের বাম নেতারা। বাদ যায়নি বিজেপিও।

    ভগবানগোলার তৃণমূল (Trinamool Congress) বিধায়ক ইদ্রিশ (Idrish Ali) বলেছিলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে বই লিখে যদি কেউ অপপ্রচার করার চেষ্টা করে, তার বা তাদের হাত-পা কেটে নেওয়া হবে! জিভ কেটে নেওয়া হবে।’’ ইদ্রিশ (Idrish Ali) আরও বলেছিলেন, ‘‘অসভ্য বর্বর বিজেপি, জামা-খোলা কংগ্রেস অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhuri) , দুধে-সোনা বিজেপি নেতা দিলীপ ঘোষরা আবার যদি মিথ্যা ভাবে বই প্রচার করে, তাদের মুখমণ্ডলটা পাল্টে দেওয়া হবে।’’ বে দলের অন্দরে ইদ্রিশের (Idrish Ali) বক্তব্য নিয়ে অভিযোগ তৈরি হয়েছিল। মুখ্যমন্ত্রীর গোচরেও তা আনা হয়েছিল বলে তৃণমূল (Trinamool Congress) সূত্রের খবর। সেই কারণেই মুখ্যমন্ত্রী ইদ্রিশকে (Idrish Ali) সরাসরি সতর্ক করেছেন বলে দলের নেতারা জানাচ্ছেন।

    Mamata Banerjee “তুমি মুখ খারাপ করবে না , দলের অসুবিধা” – তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলিকে কড়া ধমক মমতার।

    MORE NEWS – চলতি সপ্তাহে রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস! বুধবার থেকে শুরু দুর্যোগ।

    চলতি সপ্তাহে রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস ! বুধবার থেকে শুক্রবার পর্যন্ত চলবে দুর্যোগ। বুধবার থেকে ঝড়-বৃষ্টি চলবে পশ্চিমের জেলাগুলিতে। দমকা ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments