More
    HomeখবরMamata Banerjee ৩১ শে জানুয়ারী মালদহ সফরের মুখ্যমন্ত্রী, ১ লা ফেব্রুয়ারি যাবেন...

    Mamata Banerjee ৩১ শে জানুয়ারী মালদহ সফরের মুখ্যমন্ত্রী, ১ লা ফেব্রুয়ারি যাবেন বীরভূমে।

    Today Kolkata:- আগামী ৩১শে জানুয়ারি মালদহ সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর ১ তারিখ বীরভূমের বোলপুরে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। মালদহে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।

    দলীয় সূত্রে খবর , দুয়ারে সরকার কর্মসূচির বিভিন্ন প্রকল্পের সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী (Chief Minister)। পাশাপাশি সাইকেলেও তুলে দেওয়ার কথা ওই কর্মসূচি থেকে। নবান্ন সূত্রে খবর , প্রত্যেকটি জেলাতেই দুয়ারে সরকার কর্মসূচির সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দিতে চান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

    বীরভূমের (Birbhum) এই সফরে প্রশাসনিক সভা থাকলেও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন তৃণমূল নেত্রী। ১ তারিখ বীরভূমে সরকারি পরিষেবা প্রধান অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি দেউচা-পাচামি কয়লা খনি প্রকল্পের ইচ্ছুক জমিদাতাদের পরিবারেরকে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিতে পারেন মুখ্যমন্ত্রী।

    মুখ্যমন্ত্রীর বীরভূম সফরকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে রাজনৈতিক মহল। বিশেষত বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল বর্তমানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে জেলবন্দি। অনুব্রত হীন বীরভূমে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    Mamata Banerjee ৩১ শে জানুয়ারী মালদহ সফরের মুখ্যমন্ত্রী, ১ লা ফেব্রুয়ারি যাবেন বীরভূমে।

    Zee Bangla তিন বদভ্যাস কি? Zee Bangla অপুর সংসারে খোলাখুলি উত্তর দিলেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার।

    Shahrukh Khan পাঠানের প্রচারে কপিল শর্মা শোতে নারাজ শাহরুখ! তাহলে কি চিড় ধরেছে দুই তারকার সম্পর্কে?

    Mithun Chakraborty তৃণমূলে বড় ভাঙন শীঘ্রই, অপেক্ষা দিল্লীর সিগন্যালের, চাঞ্চল্যকর দাবি মিঠুন চক্রবর্তীর।

    Nokia ট্যাবলেট বাজারে জমি শক্ত করতে মরিয়া Nokia, স্মার্টফোনের পর এবার ট্যাব লঞ্চ করছে ফিনল্যান্ডের সংস্থা।

    আসন্ন নির্বাচনের আগে চাঙ্গা চাই দলীয় কর্মীদের, বঙ্গ সফরের পেপটক জেপি নাড্ডার।

    MORE NEWS – মুক্তির পথে নতুন বাংলা ওয়েব সিরিজ ‘অবনী সেনের ৭ নং কেস’, মুখ্য চরিত্রে রজতাভ দত্ত।

    আসছে নতুন বাংলা ওয়েব সিরিজ ‘অবনী সেনের ৭ নং কেস’(Abani Ghosher 7 no Case)। একঝাঁক তারকা নিয়ে এবার নতুন ডিটেক্টিভ গল্প। মুখ্য চরিত্রে রজতাভ দত্ত (Rajatava Dutta) , দেবপ্রিয় মুখোপাধ্যায়। সিরিজে অভিনয় করেছেন দেবপ্রিয় মুখোপাধ্যায়, যুধাজিৎ সরকার, বিবৃতি চট্টোপাধ্যায় সহ সুব্রত গুহ রায়, সৌম্য মজুমদার, কৌশিক গোস্বামী, দিশা ভট্টাচার্য, সুস্মিতা রায় এবং রজতাভ দত্ত। পরিচালনায় নীল নওয়াজ (Nil Nawaz)। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments