More
    Homeজাতীয়Narendra Modi: ঘড়িতে রাত ১.১৩, ঠান্ডার মধ্যেই বারাণসী স্টেশনে হঠাত্‍ হাজির মোদী

    Narendra Modi: ঘড়িতে রাত ১.১৩, ঠান্ডার মধ্যেই বারাণসী স্টেশনে হঠাত্‍ হাজির মোদী

    রাত ১ টা ১৩ মিনিট! ঠান্ডার মধ্যেই বারাণসী স্টেশনে হাজির মোদী, দিলেন প্রতিশ্রুতি। শনিবার মধ্যরাতের পর বারাণসী স্টেশনে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্টেশনের ডিজিটাল ঘড়ির সামনে দাঁড়িয়ে ছবি তোলেন। তখন ঘড়িতে সময় ১ টা ১৩ মিনিট।

    ঘড়িতে রাত ১.১৩, ঠান্ডার মধ্যেই বারাণসী স্টেশনে হঠাত্‍ হাজির মোদী

    Read More-শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা নিয়ে টানাপোড়েন, ঘোষিত বিকল্প মেলার সূচি

    সোমবার রাতে কাশীতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

    তারপর চলে আসেন বারাণসী স্টেশনে। সেখানে খতিয়ে দেখেন বিভিন্ন কাজ।রাত ১ টা ২৩ মিনিটে একটি টুইটবার্তায় মোদী বলেন, ‘পরবর্তী গন্তব্য, বারাণসী স্টেশন। রেল যোগাযোগ বৃদ্ধি এবং পরিষ্কার, আধুনিক ও যাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য রেল স্টেশন গড়ে তোলার বিষয়টি নিশ্চিত করার জন্য কাজ করছি আমরা।’

    সোমবার সকালে নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে পৌঁছান মোদী। প্রথমে কাল ভৈরব মন্দিরে পুজো দেন মোদী।তারপর খিরকিয়া ঘাট থেকে দোতলা বোটে করে ললিতা ঘাটে পৌঁছান মোদী।

    ললিত ঘাটে পৌঁছে গেরুয়া বসন পরে নেন মোদী। তারপর নেমে আসেন গঙ্গায়। গঙ্গাস্নান সারেন মোদী। সূর্যের আরাধনা করেন। কলসে করে গঙ্গার জল সংগ্রহ করে নিয়ে যান। কাশী বিশ্বনাথ করিডরের প্রথম পর্যায়ের উদ্বোধন করেন মোদী। প্রথম পর্যায়ের নির্মাণে ৩৩৯ কোটি টাকা খরচ হয়েছে।

    রাতে কাশীতে বিজেপি-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন মোদী।

    RELATED ARTICLES

    1 COMMENT

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments