More
    HomeখবরNawshad Siddique নওশাদের উপর হামলাকারী যুবক আসলে কে ? দেখুন পরিচয়।

    Nawshad Siddique নওশাদের উপর হামলাকারী যুবক আসলে কে ? দেখুন পরিচয়।

    Today Kolkata:- ডিএ আন্দোলনকারীদের মঞ্চে গতকাল উপস্থিত হয়েছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী (Nawshad Siddique)। কিন্তু আন্দোলনকারীদের মঞ্চে এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকলেন বিধায়ক নওশাদ। শনিবার সরকারি কর্মচারীদের ডিএ মঞ্চে আক্রান্ত হন আইএসএফ (ISF) বিধায়ক নওশাদ সিদ্দিকী।

    এমন সময় এক ব্যক্তি বক্তৃতা মঞ্চের সামনে এসেই নওশাদের দিকে তর্জনী উঁচিয়ে জিজ্ঞাসা করে, তিনি সংখ্যালঘুদের জন্য কী উপকার করেছেন ? নওশাদ (Nawshad Siddique) তাকে কিছু বোঝাবার আগেই তিনি সজোরে নওশাদের বুকে মারে।তখন ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা সমস্ত সরকারি কর্মচারীরা সেই আক্রমণকারীকে বাধা দিতে ব্যস্ত হয়ে পড়ে।পুলিশ পরে জানতে পারে – ওই আক্রমণকারীর নাম আবুল সালাম। তিনি হাওড়ার ডোমজুড় অঞ্চলে পঞ্চায়েত সদস্য।

    ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা সমস্ত সরকারি কর্মচারীরা সেই আক্রমণকারীকে বাধা দিতে ব্যস্ত হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। ঘটনাস্থলে ময়দান থানার পুলিশ সঙ্গে সঙ্গে উপস্থিত হয়ে ওই আক্রমণকারীকে আটক করে থানায় নিয়ে চলে যায়।

    Nawshad Siddique নওশাদের উপর হামলাকারী যুবক আসলে কে ? দেখুন পরিচয়।

    Weather North South উত্তর ও দক্ষিণবঙ্গের নয় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা , বুধবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা।

    Santanu Banerjee নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত শান্তনুর সম্পত্তি ঠিক কত ? চোখ কপালে উঠবে আপনার।

    MORE NEWS – “পুরোটা জানতাম না” – স্বামীর সম্পত্তির প্রতিপত্তিতে হতবাক শান্তনু-পত্নী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়।

    “পুরোটা জানতাম না” – স্বামীর সম্পত্তির প্রতিপত্তিতে হতবাক শান্তনু-পত্নী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায় (Priyanka Banerjee)। নিয়োগ দুর্নীতিকাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হাতে ধৃত তথা বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের যে বিপুল সম্পত্তি রয়েছে, তা পুরোটা জানতেন না তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায় (Priyanka Banerjee)। শনিবার সাংবাদিকের কাছে এমনটাই দাবি করেছেন তিনি। CONTINUE READING

    MORE NEWS – ট্রায়াল চলছিল, যাত্রী পরিষেবার জন্য সবুজ সংকেত , অবশেষে ট্র্যাকে এল বহু প্রতীক্ষিত ডালিয়ান রেক।

    অপেক্ষা ছিল বহুদিনের। ট্রায়ালও চলছিল। অবশেষে, ট্র্যাকে এল বহু প্রতীক্ষিত ডালিয়ান রেক ( MR-501)। শুক্রবার বিকেল থেকে শুরু হল বাণিজ্যিক পরিষেবা। মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা (Arun Arora) , দমদম মেট্রো স্টেশন থেকে এই নতুন রেকটি চালু করেন৷ ২০১৯ সালের মার্চ মাসে এই ধরনের রেক প্রথম আসে শহরে। দফায় দফায় ট্রায়াল রান চলে ডালিয়ান রেকের। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments