Monday, March 27, 2023
Homeকলকাতাশুধুই জোকা-তারাতলা নয় , মেট্রোর পরবর্তী দফার সম্প্রসারণের ঘোষণা রেলমন্ত্রীর।

শুধুই জোকা-তারাতলা নয় , মেট্রোর পরবর্তী দফার সম্প্রসারণের ঘোষণা রেলমন্ত্রীর।

Today Kolkata:- প্রধানমন্ত্রীর (Prime Minister) হাত ধরে উদ্বোধন হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস এর। তবে এখানেই শেষ নয়। বাংলার রেল প্রাপ্তির দিনে মেট্রোর পরবর্তী দফার সম্প্রসারণের ঘোষণা রেলমন্ত্রী (Rail Minister) অশ্বিনী বৈষ্ণবের। রেলমন্ত্রীর (Rail Minister) দাবি , “আগামী ১২-১৫ মাসের মধ্যে এই রুটের আরও ১২ কিলোমিটার মেট্রো লাইনের কাজ করা হবে। এখনও পর্যন্ত থাকা পরিকল্পনা অনুযায়ী তারাতলার পরবর্তী স্টেশন গুলি হতে চলেছে মাঝেরহাট , মোমিনপুর , খিদিরপুর , ভিক্টোরিয়া , পার্কস্ট্রিট এবং এসপ্ল্যানেড।

এই কাজের জন্য প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদি (Narendra Modi) ১০,২৬২ কোটি টাকা বরাদ্দ করেছেন। ২০১৪ সাল পর্যন্ত এই প্রকল্পে ফি বছর মাত্র ২ হাজার কোটি টাকা করে বরাদ্দ করা হত। তাই কাজ প্রায় কিছুই এগোয়নি। এখন তার থেকে কয়েক গুণ বেশি বরাদ্দ করা হচ্ছে।”

হাওড়া স্টেশন (Hawrah Station) থেকে সরাসরি জোকা মেট্রো স্টেশনে এসে উপস্থিত হন কেন্দ্রীয় রেলমন্ত্রী (Union Rail Minister) অশ্বিনী বৈষ্ণব। জোকা মেট্রো স্টেশনে প্রকল্পর স্মারক উদ্বোধন ছাড়াও জি-টোয়েন্টি স্মারক যুক্ত মেট্রোর নয়া স্মার্ট কার্ড প্রকাশ করেন। আগামী ২ তারিখ থেকে যাত্রী পরিষেবা দেওয়া শুরু করবে কলকাতা মেট্রোর (Kolkata Metro) এই নয়া সংযোজন।

সিগনালিং ব্যবস্থা সম্পূর্ণরূপে কার্যকরী না হওয়ার কারণে একটি রেক ব্যবহার করে যাত্রী পরিষেবা দেওয়া হবে। যদিও এভাবে চলার ক্ষেত্রে দুটি মেট্রোর (Metro) মধ্যে সময়ের ব্যবধান অনেকটাই হতে চলেছে। মেট্রোর এই নয়া উপহারে খুশি বেহালাবাসী। যাতায়াতের নয়া মাধ্যম দৈনন্দিন যাত্রায় সুরাহা করবে বলেই মনে করছেন তারা।

শুধুই জোকা-তারাতলা নয় , মেট্রোর পরবর্তী দফার সম্প্রসারণের ঘোষণা রেলমন্ত্রীর।

”নন্দীগ্রামে পরাজয়ের জ্বালা ভুলতে পারেননি, সেই কারণেই মঞ্চে ওঠেননি” : মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ শুভেন্দুর।

MORE NEWS – নমামি গঙ্গার আওতায় আদি গঙ্গা, ৬৬৪ কোটি টাকা ব্যয়ে আমূল বদলে যাবে টালি নালার পরিবেশ।

নমামি গঙ্গা প্রকল্পের আওতায় পড়ে এবার আদি গঙ্গা বা টালি নালার সংস্কার হতে চলেছে। আদিগঙ্গার পরিবেশবান্ধব সংস্কারে ৬৬৪ কোটি টাকার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার (Central Government)। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই সংস্কারের কাজ করতে সময় লাগতে পারে ৩০ মাস। প্রসঙ্গত ,মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির পিছন দিয়েই বয়ে গিয়েছে আদি গঙ্গা বা টালি নালা। CONTINUE READING

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments