More
    Homeঅনান্যPadma Setu পদ্মা সেতুটি বন্যার প্রেক্ষাপটে সহজ যোগাযোগে জাতির জন্য আশীর্বাদ।

    Padma Setu পদ্মা সেতুটি বন্যার প্রেক্ষাপটে সহজ যোগাযোগে জাতির জন্য আশীর্বাদ।

    Today Kolkata:- বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন যে, পদ্মা সেতুটি (Padma Setu)বন্যার এই প্রেক্ষাপটে সহজ যোগাযোগে জাতির জন্য একটি আশীর্বাদ হবে, কারণ বাংলাদেশ সরকার এটি ২৫ জুন উদ্বোধন করতে যাচ্ছে। তিনি বলেন, চলতি মাসের ২৫ তারিখে পদ্মা সেতু উদ্বোধন করা হবে। কেননা, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগটা অব্যাহত রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ জুন বহুল প্রতীক্ষিত পদ্মাসেতু উদ্বোধনের প্রসঙ্গ টেনে বলেন, আমি মনে করি, পদ্মাসেতু এমন একটা সময় উদ্বোধন করতে যাচ্ছি সে সময় বন্যা শুরু হয়ে গেছে এবং এই বন্যা কিন্তু দক্ষিণাঞ্চলেও যাবে। সে সময় পণ্য পরিবহন, বন্যা মোকাবিলা, বন্যার সময় মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদেরকে সহযোগিতা করার একটা বিরাট সুযোগ আমাদের আসবে।

    বন্যার্তদের রিলিফ দেওয়া থেকে ওষুধ সরবরাহ এবং খাদ্য সরবরাহের বিষয়টি আরো সহজতর হবে। ’৮৮ সালের বন্যায় গোপালগঞ্জে আটকা পড়ার কথা স্মরণ করে তিনি বলেন, তখন এরকম পদ্মা সেতু থাকলে সহজেই চলে আসা সম্ভব হতো। ’৯৮ সালে বাংলাদেশের সব থেকে ভয়াবহ এবং দীর্ঘস্থায়ী বন্যার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ঠিক সেই বন্যার আগেই আমরা যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু যমুনা সেতু উদ্বোধন করেছিলাম। আর সেটা করেছিলাম বলেই উত্তরবঙ্গ থেকে পণ্য পরিবহনসহ সকল কাজের সুবিধা হয়। বন্যায় নদীগুলো আরো ভয়ংকর হয়ে উঠলে প্লাবিত দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতি মোকাবিলায় তাঁর সরকার উত্তরাঞ্চল থেকে সুবিধাটা পায়। যার ফলে বন্যা সফল ভাবে মোকাবিলা সম্ভব হয়।

    Padma Setu পদ্মা সেতুটি বন্যার প্রেক্ষাপটে সহজ যোগাযোগে জাতির জন্য আশীর্বাদ।

    Indian BSF বাংলাদেশে পাচারের আগে ১২৩ বোতল ফেনসিডিল সহ এক যুবককে আটক করল বিএসএফ।

    Malda Zilla Police 30 লক্ষ টাকার ব্রাউন সুগার সহ গ্রেফতার 3।

    MORE NEWS – জাভেদ মোহাম্মদের মুক্তির দাবিতে এবং বুলডোজার সন্ত্রাসের বিরুদ্ধে সারক লিপি তুলে দিলো সংগঠনের সদস্যরা।

    জাভেদ মোহাম্মদের মুক্তির দাবিতে এবং বুলডোজার সন্ত্রাসের বিরুদ্ধে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া মালদা জেলা শাখার উদ্যোগে জেলাশাসককে সারক লিপি তুলে দিলো সেই সংগঠনের সদস্যরা। সোমবার দুপুরে মালদা শহরের মুক্ত মঞ্চের সামনে থেকে তারা এই মিছিল বের করে স্মারকলিপির উদ্দেশ্যে। মিছিল বের হতেই মালদা জেলা তথা ইংরেজবাজার পুলিশের উদ্যোগে সেই মিছিল আটকে দেওয়া হয়। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments