More
    Homeঅনান্যIndian BSF বাংলাদেশে পাচারের আগে ১২৩ বোতল ফেনসিডিল সহ এক যুবককে আটক...

    Indian BSF বাংলাদেশে পাচারের আগে ১২৩ বোতল ফেনসিডিল সহ এক যুবককে আটক করল বিএসএফ।

    মালদাঃ- বাংলাদেশে পাচারের আগে ১২৩ বোতল ফেনসিডিল সহ এক যুবককে আটক করল বিএসএফ (Indian BSF)। ধৃত যুবকের নাম মানব মণ্ডল (২৭)। বাড়ি কালিয়াচকের আনন্দবাড়িয়া এলাকায়। ধৃত যুবককে পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ কর্তৃপক্ষ। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে মিরিক সুলতানপুর এলাকায় কিছু যুবক বাংলাদেশে ফেনসিডিল পাচারের চেষ্টা করে। বিষয়টি নজরে আসতেই কর্তব্যরত জওয়ানরা ধাওয়া করে এক যুবককে ধরে ফেলে। ধৃতের হেপাজত থেকে উদ্ধার হয় ১২৩ বোতল ফেনসিডিল। উদ্ধার হওয়া ফেনসিডিলের বাজার মূল্য ২৫ হাজার ২৫৩ টাকা। ধৃতকে আজ কালিয়াচক থানার পুলিশের মাধ্যমে মালদা জেলা আদালতে পেশ করা হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ধৃত যুবক উদ্ধার হওয়া ফেনসিডিল এক বাংলাদেশী কারবারীর কাছে পৌঁছে দেওয়ার ছক কষেছিল।

    Indian BSF বাংলাদেশে পাচারের আগে ১২৩ বোতল ফেনসিডিল সহ এক যুবককে আটক করল বিএসএফ।

    Tapan Kandma তৃণমূল নেতার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য তপনের কাঁদমা এলাকায়।

    Shilaboti Ghatal বন্যা মানেই প্রথম মনে পড়ে শিলাবতী নদী বেস্টিত ঘাটালের কথা।

    MORE NEWS – বিজেপি নেত্রীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ মিছিল ও মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়।

    নবী মুহাম্মদ সা: এর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যর জন্য অভিযুক্ত নূপুর শর্মা ও নবীন জিন্দালকে অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠলো ডায়মন্ড হারবার সহ বিস্তীর্ণ এলাকায়। পাশাপাশি বাসুল ডাঙ্গা অঞ্চল সহ আরও অন্যান্য গ্রামের সাধারণ মানুষের উদ্যেগে,শান্তিপূর্ন ভাবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এদিন, মিছিল শুরু হয় বাসুল ডাঙ্গা স্টেশন হইতে রেল লাইন হয়ে ডায়মন্ড হারবার ১১৭ নম্বর জাতীয় সড়ক এম বাজার এলাকায় পর্যন্ত গিয়ে শেষ হয়। CONTINUE READING

    MORE NEWS – কল্যাণনগর বালিকা বিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বার অভিভাবকদের সঙ্গে নিয়ে বিক্ষোভ।

    খড়দহ কল্যাণনগর বিদ্যাপীঠ ফর গার্লস উচ্চমাধ্যমিক আরে এই বিদ্যালয় থেকে ১৬৩ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ছিল, তার মধ্যে 50 জন ছাত্রীদের কে স্কুল কর্তৃপক্ষ অনলাইন একটি চিরকুট ধরিয়ে দেয়, তাতে দেখা যায় 50 জন ছাত্রী পাস করেনি। 50 জন ছাত্রীদের বক্তব্য সব ভালো নম্বর পেলেও ইংরেজিতে কম নম্বর দেখে ফেল করানো হয়েছে এই দাবি নিয়ে, আজ কল্যাণনগর বালিকা বিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বার অভিভাবকদের সঙ্গে নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments