More
    Homeঅনান্যShilaboti Ghatal বন্যা মানেই প্রথম মনে পড়ে শিলাবতী নদী বেস্টিত ঘাটালের কথা।

    Shilaboti Ghatal বন্যা মানেই প্রথম মনে পড়ে শিলাবতী নদী বেস্টিত ঘাটালের কথা।

    Today Kolkata:- বন্যা মানেই প্রথম মনে পড়ে শিলাবতী নদী বেস্টিত ঘাটালের (Shilaboti Ghatal) কথা। বন্যার দাপটে ঘাটালের বিস্তির্ণ এলাকা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঠিক একবছর আগে ভয়াবহ বন্যার কবলে ঘাটাল মহকুমার একাংশ, তার ফলে কোথাও ভেঙে পড়ে বাড়ী, কোথাও ভাঙে পোল, কোথাও ভাঙে রাস্তা। বন্যার 1 বছর কেটে যাওয়ার পর নতুন করে তৈরি হয়নি পোল ‌। এর ফলে এলাকার মানুষদের পড়তে হয় দূর্ভোগের মুখে। এমনটাই ছবি দেখা যায় ঘাটালের দির্ঘগ্ৰামের একটি পোলে। ভয়াবহ ভাবে ভেঙে পড়েছে পোলটি, 1 বছর পরেও তা সারানো হয়নি। ফলে এলাকার মানুষ ভোগান্তির শিকার। যেকোনো মূহুর্তে ঘটতে পারে বড় বিপত্তি। স্থানীয় বাসিন্দাদের একটাই প্রশ্ন এলাকার মানুষের নিরাপত্তা কোথায়?

    Shilaboti Ghatal বন্যা মানেই প্রথম মনে পড়ে শিলাবতী নদী বেস্টিত ঘাটালের কথা।

    Paschimbanga Pragatishil Hawker’s Union পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকার ইউনিয়নে উদ্যোগে বর্ধিত সভা আয়োজিত হয়।

    Habibpur Assembly হবিবপুর বিধানসভা কেন্দ্রে সংগঠনকে শক্ত করতে আসরে নামল ব্লক নেতৃত্ব।

    Barrackpore ব্যারাকপুর বারাসাত রোডের উপর সুয়ারেজ সিস্টেমের কাজ শুরু হতে চলেছে।

    Decorating Craft কয়েক দফা দাবি নিয়ে সোচ্চার উত্তর ২৪ পরগনা জেলা ডেকরেটার্স সমিতি।

    MORE NEWS – পশুপাখিদের প্রাথমিক চিকিৎসার উদ্দেশ্যে ডেবরাতে প্রশিক্ষণ যুবক-যুবতীদের।

    আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে কেন্দ্রীয় সরকারের পশুমিত্র প্রকল্পের মাধ্যমে পশুপাখিদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার লক্ষ্যে কেন্দ্রের স্বরোজগার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে গ্ৰামের বেকার যুবক যুবতীদেরকে। গ্ৰামীন অর্থনীতিকে চাঙ্গা করতে আগ্ৰহী বেকার যুবক যুবতীদেরকে কেন্দ্রীয় সরকারের পশুমিত্র স্কীমে ইন্দিয়ান এলাহাবাদ ব্যাংকের ডেবড়া (Debra) ব্লক শাখার তরফ থেকে। প্রশিক্ষণ শেষে এই যুবক যুবতীদের কে প্রশাংসা পত্র দেওয়া হবে। তার পর গ্রামে গ্রামে গিয়ে কাজ করবে, CONTINUE READING

    MORE NEWS – মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতালের চিকিৎসকের তৎপরতায় বাড়ি ফিরে পেলেন মানসিক ভারসাম্যহীন রোগী।

    মানসিক ভারসাম্যহীন ভদ্রলোক ঘোরাঘুরি করছিলেন মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতালের আশেপাশে গতকাল থেকে। বিষয়টি ততটা নজরে না আসলেও আজকে ঘুমন্ত অবস্থায় ভদ্রলোক যখন হাসপাতালের চাতালে শুয়ে ছিলেন তৎক্ষণাৎ বিষয়টি খেয়াল করেন ওই হাসপাতালের চিকিৎসক ডা: পর্ণা কুন্ডু। শুরু হয় ডাক্তারি তৎপরতা। হাসপাতালে ভর্তি করা হয় 60 বছর বয়সী স্বপন ভৌমিক কে। শুরু হয় চিকিৎসা। খবর দেওয়া হয় মধ্যমগ্রাম থানায়। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments