More
    Homeঅনান্যTapan Kandma তৃণমূল নেতার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য তপনের কাঁদমা এলাকায়।

    Tapan Kandma তৃণমূল নেতার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য তপনের কাঁদমা এলাকায়।

    Today Kolkata:- দীর্ঘ কয়েক দিন নিখোঁজ থাকার পর, অবশেষে পাটের ক্ষেত থেকে উদ্ধার হলো মৃতদেহ। মৃত ব্যক্তি তপনের কাদমা (Tapan Kandma) এলাকায় বসবাস করতেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম আদেশ বর্মন। বয়স আনুমানিক 55 বছর। স্থানীয় সূত্রে জানা যায় উনি তৃণমূল কর্মী ছিলেন । রবিবার রাতে তার বাড়ির থেকে কিছুটা দূরে পাট ক্ষেত থেকে তার মৃতদেহটি উদ্ধার হয়। ঐই ব্যক্তি তৃণমূলের বুথ সহ সভাপতি।গত শুক্রবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে, তপন থানায় অভিযোগ দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে। তপন থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে এদিন অর্থাৎ সোমবার ময়নাতদন্তের জন্য বালুরঘাট হাসপাতালে পাঠান। এদিকে পুরো ঘটনা খতিয়ে দেখছে তপন থানার পুলিশ।

    Tapan Kandma তৃণমূল নেতার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য তপনের কাঁদমা এলাকায়।

    Napur Sharma নূপুর শর্মার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কাশিনগর বাজারে ধিক্কার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

    সরকারি হাটের প্রাচীর ভেঙে পরিস্রুত পানীয় জলকে ব্যবসায়ীক কাজে ব্যবহার করার অভিযোগ।

    বিজেপি নেত্রীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ মিছিল ও মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়।

    Scam Primary Teacher পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে চাকরীর নামে প্রতারনা।

    MORE NEWS – যন্ত্রচালিত  ভুটভুটি ভ্যানের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম হলো পাঁচজন।

    যন্ত্রচালিত  ভুটভুটি ভ্যানের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম হলো পাঁচজন।অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ভুটভুটি ও বাইক চালক সহ মোট ১২ জন। এই পথ দুর্ঘটনাটি ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার (Harischandrapur Thana) ভালুকাগামী রাজ্য সড়কে বনসরিয়া মোড়ে। জখম হয়েছেন বাইক চালক সৌরভ আলি (১৮)ও বাইক আরোহী সাহাজাহান আলি (৪২)। তারা সম্পর্কে বাবা ও ছেলে। CONTINUE READING

    MORE NEWS – মালদায় হেয়ার ডোনেশন ক্যাম্পের আয়োজন করলো একটি স্বেচ্ছাসেবী সংস্থা।

    ক্যান্সার রোগীদের চুল দানের ক্ষেত্রে মালদায় হেয়ার ডোনেশন ক্যাম্পের (Hair Donation Camp) আয়োজন করলো একটি স্বেচ্ছাসেবী সংস্থা। রবিবার সকালে মালদা শহরের বাঁধরোড এলাকার আইএমএ ভবনে এই শিবিরের এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে মালদা ছাড়াও মুর্শিদাবাদ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলার বেশকিছু যুবক-যুবতীরা নিজেদের চুল দান করেন। সারাদিন ধরে এই কর্মসূচী চলে আইএমএ ভবনে। যেখানে ওই স্বেচ্ছাসেবী সংস্থার পাশাপাশি বিশিষ্টজনেরা উপস্থিত হয়েছিলেন। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments