More
    Homeঅনান্যজাভেদ মোহাম্মদের মুক্তির দাবিতে এবং বুলডোজার সন্ত্রাসের বিরুদ্ধে সারক লিপি তুলে দিলো...

    জাভেদ মোহাম্মদের মুক্তির দাবিতে এবং বুলডোজার সন্ত্রাসের বিরুদ্ধে সারক লিপি তুলে দিলো সংগঠনের সদস্যরা।

    মালদা:- জাভেদ মোহাম্মদের মুক্তির দাবিতে এবং বুলডোজার সন্ত্রাসের বিরুদ্ধে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া মালদা জেলা শাখার উদ্যোগে জেলাশাসককে সারক লিপি তুলে দিলো সেই সংগঠনের সদস্যরা। সোমবার দুপুরে মালদা শহরের মুক্ত মঞ্চের সামনে থেকে তারা এই মিছিল বের করে স্মারকলিপির উদ্দেশ্যে। মিছিল বের হতেই মালদা জেলা তথা ইংরেজবাজার পুলিশের উদ্যোগে সেই মিছিল আটকে দেওয়া হয়। এরপর সংগঠনের সদস্যরা সেখানে তারা স্লোগান দিতে থাকে জাভেদ মোহাম্মদ এবং যোগী আদিত্যনাথ সরকারে তথা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। সংগঠনের রাজ্য রাজ্য সেক্রেটারি আরাফাত আলী জানান যে জাভেদ মোহাম্মদের মুক্তি ও বুলডোজার বাবা তথা যোগী সরকার ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তারা এই আন্দোলনে নেমেছেন। আন্দোলনকারীদের মধ্যে চারজনকে জেলা শাসকের কাছে স্মারকলিপি তুলে দেওয়ার অনুমতি দেন জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে।

    জাভেদ মোহাম্মদের মুক্তির দাবিতে এবং বুলডোজার সন্ত্রাসের বিরুদ্ধে সারক লিপি তুলে দিলো সংগঠনের সদস্যরা।

    Indian BSF বাংলাদেশে পাচারের আগে ১২৩ বোতল ফেনসিডিল সহ এক যুবককে আটক করল বিএসএফ।

    Tapan Kandma তৃণমূল নেতার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য তপনের কাঁদমা এলাকায়।

    Shilaboti Ghatal বন্যা মানেই প্রথম মনে পড়ে শিলাবতী নদী বেস্টিত ঘাটালের কথা।

    MORE NEWS – যন্ত্রচালিত  ভুটভুটি ভ্যানের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম হলো পাঁচজন।

    যন্ত্রচালিত  ভুটভুটি ভ্যানের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম হলো পাঁচজন।অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ভুটভুটি ও বাইক চালক সহ মোট ১২ জন। এই পথ দুর্ঘটনাটি ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার (Harischandrapur Thana) ভালুকাগামী রাজ্য সড়কে বনসরিয়া মোড়ে। জখম হয়েছেন বাইক চালক সৌরভ আলি (১৮)ও বাইক আরোহী সাহাজাহান আলি (৪২)। তারা সম্পর্কে বাবা ও ছেলে। CONTINUE READING

    MORE NEWS – মালদায় হেয়ার ডোনেশন ক্যাম্পের আয়োজন করলো একটি স্বেচ্ছাসেবী সংস্থা।

    ক্যান্সার রোগীদের চুল দানের ক্ষেত্রে মালদায় হেয়ার ডোনেশন ক্যাম্পের (Hair Donation Camp) আয়োজন করলো একটি স্বেচ্ছাসেবী সংস্থা। রবিবার সকালে মালদা শহরের বাঁধরোড এলাকার আইএমএ ভবনে এই শিবিরের এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে মালদা ছাড়াও মুর্শিদাবাদ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলার বেশকিছু যুবক-যুবতীরা নিজেদের চুল দান করেন। সারাদিন ধরে এই কর্মসূচী চলে আইএমএ ভবনে। যেখানে ওই স্বেচ্ছাসেবী সংস্থার পাশাপাশি বিশিষ্টজনেরা উপস্থিত হয়েছিলেন। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments