More
    Homeঅনান্যPartha & Arpita জুতো কাণ্ডের পর বাড়ানো হল নিরাপত্তা, পার্থ-অর্পিতাকে ফের নিজেদের...

    Partha & Arpita জুতো কাণ্ডের পর বাড়ানো হল নিরাপত্তা, পার্থ-অর্পিতাকে ফের নিজেদের হেফাজতে চাইবে ইডি।

    Today Kolkata:- পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (Partha & Arpita) দুটি ফ্ল্যাট থেকে যে পাহাড় প্রমাণ সম্পত্তির হদিস মিলেছে, তার মালিকানা কে? জেরায় সেভাবে সহযোগিতা করেননি পার্থ চট্টোপাধ্যায়৷ তবে ইডি আধিকারিকদের বেশ কিছু তথ্য জানিয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়৷ যদিও দু’ জনেই ইডি আধিকারিকদের সামনে দাবি করে আসছেন, উদ্ধার হওয়া প্রায় পঞ্চাশ কোটি টাকা তাঁদের কারও নয়৷ তাই সেই টাকার মালিকানার পরিচয় জানতে আপাতত মরিয়া ইডি৷ এদিকে এই পরিস্থিতিতে আজই পার্থ এবং অর্পিতার ইডি হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে৷ এদিন ফের তাঁদের ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ ইডি আদালতে তুলে নিজেদের হেফাজতে চাইবে ইডি৷ তার আগে পার্থ এবং অর্পিতার বিরুদ্ধে যথাসম্ভব বেশি তথ্য এবং প্রমাণ সংগ্রহে মরিয়া ইডি৷ অন্যদিকে, তদন্ত সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে যখন ইডির আধিকারিকরা সব রকম চেষ্টা চালাচ্ছেন, ঠিক সেই সময় এক মহিলার ক্ষোভের মুখে পড়তে হল প্রাক্তন শিক্ষামন্ত্রীকে।

    মঙ্গলবার জোকার ইএসআই হাসপাতালে মেডিক্যাল টেস্ট করে বের করার সময় পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে জুতো ছোড়েন এক মহিলা৷ যদিও সেই জুতো প্রাক্তন মন্ত্রীর গায়ে লাগেনি৷ কিন্তু এই ঘটনার পর আরও সতর্ক হচ্ছে ইডি৷ এ দিন ফের পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের মেডিক্যাল পরীক্ষা করাতে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হবে৷ মেডিক্যাল টেস্ট এবং তার পর ব্যাঙ্কশাল আদালতে পেশ করার সময় যাতে ফের এহেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষ্যে আগেভাগেই সতর্ক ইডি। পার্থ এবং অর্পিতার নিরাপত্তা আরও জোরদার ব্যবস্থা করা হয়েছে৷ ইডি সূত্রে খবর, ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়ের জামাই অভিজিৎ ভট্টাচার্যের নামে পিংলার একটি স্কুলের মালিকানার প্রমাণ মিলেছে। অভিজিৎ এই মুহুর্তে আমেরিকায় আছেন। তাঁর বিপুল সম্পত্তির উৎস জানার জন্য পার্থকে আরও জেরার প্রয়োজন বলে মনে করছে ইডি৷

    Partha & Arpita জুতো কাণ্ডের পর বাড়ানো হল নিরাপত্তা, পার্থ-অর্পিতাকে ফের নিজেদের হেফাজতে চাইবে ইডি।

    MORE NEWS – ইউক্রেনের শিশুদের দেখে চোখের জল ধরে রাখতে পারলেন না প্রিয়াঙ্কা চোপড়া।

    সারাদিন বোমার শব্দে। বাতাসে কাঁচা বারুদের গন্ধ। ধ্বসে যাওয়া বাড়ির নিচে চাপা পড়া শত শত লাশ। হারিয়ে গিয়েছে অসংখ্য শৈশব। ছাড় পায়নি দুধের শিশুরাও। ইউক্রেনের যে ভয়ংকর পরিস্থিতি তা আর কারও অজানা নয়। রাশিয়ার ক্রমাগত গুলি ও বোমা বর্ষণের বলি বহু শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্য। এবার সেই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনেই শান্তির বার্তা দিতে পৌঁছে গেলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments