More
    HomeখবরCM Mamata Banerjee আর কিছুক্ষণ পরই শপথ নেবেন নয়া এই মন্ত্রীরা।

    CM Mamata Banerjee আর কিছুক্ষণ পরই শপথ নেবেন নয়া এই মন্ত্রীরা।

    Today kolkata:- আজ অর্থাৎ বুধবার রাজ‌্য মন্ত্রিসভার রদবদল হতে চলেছে। ‘একঝাঁক’ নতুন মুখ শপথ নেবেন। বিকেল চারটেয় নতুন মন্ত্রীরা রাজভবনে শপথ নেবেন। মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের (CM Mamata Banerjee) উপস্থিতিতে অস্থায়ী রাজ‌্যপাল লা গণেশন মন্ত্রীদের শপথবাক‌্য পাঠ করাবেন। ইতিমধ্যেই শপথগ্রহণ অনুষ্ঠানের আমন্ত্রণপত্র প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। কারা কারা হচ্ছেন মন্ত্রী? একনজরে দেখে নিন সেই তালিকা। উল্লেখ্য, সূত্র মারফৎ পাওয়া এই তথ্য। তাই মন্ত্রী তালিকা ‘সম্ভাব্য’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ১ অগাস্ট মন্ত্রিসভার বৈঠকের পরেই নবান্নে সাংবাদিক বৈঠক করে বলেছিলেন, আগামী বুধবার নতুন মন্ত্রী কারা হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মুখ‌্যমন্ত্রী জানিয়েছিলেন পাঁচ-ছ’জন নতুন মন্ত্রী হবেন। বাদ পড়বেন চার-পাঁচজন। তবে তাঁদের সাংগঠনিক কাজে লাগানো হবে।

    New District of State রাজ্যে আরও ৭ নতুন জেলা! ঘোষণা মুখ্যমন্ত্রীর।

    জানা গিয়েছে, মন্ত্রিত্ব পাচ্ছেন বাবুল সুপ্রিয়, তাপস রায়, উদয়ন গুহ, পার্থ ভৌমিক, স্নেহাশিষ চক্রবর্তী এবং প্রদীপ মজুমদার।মন্ত্রিসভায় আসতে পারেন পাঁশকুড়া পূর্বের বিধায়ক বিপ্লব রায়চৌধুরী। তবে তাঁকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী করা হতে পারে। গত সোমবার তমলুক সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সৌমেন মহাপাত্রকে। তিনি সেচমন্ত্রী। তবে তাঁর মন্ত্রিত্ব নাও থাকতে পারে বলে অনুমান। প্রতিমন্ত্রীর আসনে বসতে পারেন সত্যজিৎ বর্মণ এবং তাজমুল হোসেন। অন্যদিকে, বীরবাহা হাঁসদাকে দেওয়া হতে পারে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর আসন। বর্তমানে তিনি বন প্রতিমন্ত্রী। জানা গিয়েছে, প্রয়াত সুব্রত মুখোপাধ‌্যায়, সাধন পাণ্ডে এবং ইডির হাতে বন্দি পার্থ চট্টোপাধ‌্যায়ের হাতে অনেকগুলি বড় বড় দপ্তর ছিল। এবার সেই দপ্তরগুলি বণ্টন করা হবে নতুনদের মধ্যে। ২০২১ সালে তৃতীয়বার ক্ষমতায় আসার পর তৃণমূল মন্ত্রিসভায় এটিই সবচেয়ে বড় রদবদল। 

    CM Mamata Banerjee আর কিছুক্ষণ পরই শপথ নেবেন নয়া এই মন্ত্রীরা।

    MORE NEWS – বিশাল আকারের ধুমকেতু ধেয়ে আসছে পৃথিবীতে, সতর্ক করল নাসা।

    ভয়ঙ্কর মহাজাগতিক ঘটনার সম্মুখীন হতে চলেছে পৃথিবী। বিশাল আকারের একটি ধুমকেতু ধেয়ে আসছে পৃথিবীর দিকে। সম্প্রতি একথা জানিয়ে সতর্ক করল নাসা (NASA & Comet)। নাসার (NASA & Comet) তরফে বলা হয়েছে, যে কোনও আকারের ধূমকেতুই পৃথিবীর পক্ষে বিপজ্জনক। এর কারণ, যে ভরবেগ নিয়ে কোনও ধূমকেতু ছুটে আসে, তাতে পৃথিবীর সঙ্গে ধাক্কা লাগলেই বিপর্যয় নিশ্চিত। এবার যে ধুমকেতু ছুটে আসছে সেটি প্রায় ১২০০ ফুট বিস্তৃত এবং ৩৬৫ মিটার চওড়া দীর্ঘ আকারের এক অ্যাস্টের‍্যেড। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments