More
    Homeঅনান্যNASA & Comet বিশাল আকারের ধুমকেতু ধেয়ে আসছে পৃথিবীতে, সতর্ক করল নাসা।

    NASA & Comet বিশাল আকারের ধুমকেতু ধেয়ে আসছে পৃথিবীতে, সতর্ক করল নাসা।

    Today kolkata:- ভয়ঙ্কর মহাজাগতিক ঘটনার সম্মুখীন হতে চলেছে পৃথিবী। বিশাল আকারের একটি ধুমকেতু ধেয়ে আসছে পৃথিবীর দিকে। সম্প্রতি একথা জানিয়ে সতর্ক করল নাসা (NASA & Comet)। নাসার (NASA & Comet) তরফে বলা হয়েছে, যে কোনও আকারের ধূমকেতুই পৃথিবীর পক্ষে বিপজ্জনক। এর কারণ, যে ভরবেগ নিয়ে কোনও ধূমকেতু ছুটে আসে, তাতে পৃথিবীর সঙ্গে ধাক্কা লাগলেই বিপর্যয় নিশ্চিত। এবার যে ধুমকেতু ছুটে আসছে সেটি প্রায় ১২০০ ফুট বিস্তৃত এবং ৩৬৫ মিটার চওড়া দীর্ঘ আকারের এক অ্যাস্টের‍্যেড। গত সপ্তাহে দুটি ভিন্ন আকারের গ্রহাণুর মুখোমুখি হয়েছে পৃথিবী। চওড়ায় এই দুটি ছিল ৪০০ ফুট ও ৬০০ ফুট। নাসা দাবি করেছে, এবার যে ধূমকেতু ছুটে আসছে তার আকার এদের দুগুণ বা তিনগুন।

    আকারে স্ট্যাচু অব লিবার্টির ৩ গুন। কাজেই এর সঙ্গে যদি পৃথিবীর ধাক্কা লাগে, তাহলে যে ভয়ংকর বিপদ ঘটতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। আগস্টের ৩ তারিখে এটি পৃথিবীর অনেকটা কাছাকাছি চলে আসবে। পৃথিবীকে এটি অনবরত প্রদক্ষিণ করতে করতেই ক্রমশ সামনে চলে আসছে। ঘন্টায় ১,১৫,৮৭২ কিলোমিটার বেগে ছুটে আসছে। জ্যোতির্বিজ্ঞানীদের অনুমান, এটি হয়ত পৃথিবীর ৬.১ মিলিয়ন কিলোমিটারের মধ্যে আসবে। যা খুবই বড় মাপের দূরত্ব বলে মনে হচ্ছে। আর কয়েক ঘণ্টা পরই বিশাল এই ধূমকেতু পৃথিবীর সঙ্গে কী ঘটাতে চলেছে তা সময়ই বলবে!

    NASA & Comet বিশাল আকারের ধুমকেতু ধেয়ে আসছে পৃথিবীতে, সতর্ক করল নাসা।

    Commonwealth games 2022 ভারোত্তলনে সোনা এনে দিলেন বাংলার অচিন্ত্য শিউলি।

    Finance Minister শেষকৃত্যে জিএসটি নেই, মূল্যবৃদ্ধি নিয়ে লোকসভায় আশ্বাস অর্থমন্ত্রী নির্মলার।

    MORE NEWS – ইএসআই হাসপাতালে পার্থকে জুতো মারার অভিযোগ এক মহিলার বিরুদ্ধে।

    ইএসআই হাসপাতালে (ESI Hospital) রুটিন চেকআপ করানোর পর ইডির আধিকারিকরা তাকে নিয়ে বাইরে বের হচ্ছিলেন। সেই সময় আচমকাই হামলার মুখে পড়লেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁকে লক্ষ্য করে চটি ছুঁড়ে মারলেন এক মহিলা। যদিও প্রাক্তন শিক্ষা মন্ত্রীর গায়ে তা লাগেনি বলে জানা যায়। কিন্ত এমন একজন হাই প্রোফাইল ব্যক্তির সঙ্গে মঙ্গলবার এই ঘটনা ঘটায় শোরগোল পড়ে যায় হাসপাতাল চত্বরে। অতি দ্রুত প্রাক্তন মন্ত্রীকে সেখান থেকে সরিয়ে গাড়িতে তুলে দেন নিরাপত্তারক্ষীরা। জানা গিয়েছে, ওই মহিলার নাম শুভ্রা ঘোড়ুই। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments