More
    Homeঅনান্যCID & Panchla পাঁচলা টাকা উদ্ধার কাণ্ডে বিকানির বিল্ডিংয়ে সিআইডি হানা।

    CID & Panchla পাঁচলা টাকা উদ্ধার কাণ্ডে বিকানির বিল্ডিংয়ে সিআইডি হানা।

    Today Kolkata:- ঝাড়খণ্ডের ৩ জন কংগ্রেস বিধায়কের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ টাকা। হাওড়ার পাঁচলায় পুলিশের হাতে ধরা পড়ে তাঁরা। ধৃতদের জেল হেফাজত হয়েছে। এরপরই এই ঘটনার তদন্তে নামে সিআইডি। সূত্রের খবর, এদিন লালবাজারের কাছে একটি বিল্ডিংয়ে তল্লাশি চালাতে আসে সিআইডি (CID & Panchla)। এ বিষয়ে সিআইডির দাবি, ধৃতরা জেরায় স্বীকার করেছে ঝাড়খণ্ডের সরকার ফেলতেই প্রায় ৫০ লক্ষ টাকা আনা হয়েছিল। জেএমএম দলের অনেক বিধায়ক এই কাণ্ডের সঙ্গে জড়িত বলে দাবি ধৃতদের। এমনকী বিজেপি যোগ রয়েছে বলে তারা জানিয়েছেন। সিআইডি জানতে পেরেছে, বিপুল পরিমাণ ওই টাকা বিধায়কদের কাছে নিয়ে এসেছিলেন যুব কংগ্রেসের এক কর্মী।

    বিধায়করা ছিলেন সদর স্ট্রিটের একটি হোটেলে। ওই হোটেলের এক কর্মীর কাছ থেকে স্কুটার নিয়ে তিনি গিয়েছিলেন লালবাজার সংলগ্ন অঞ্চল বিকানির বিল্ডিংয়ে। সেখানে এক ব্যবসায়ীর কাছ থেকে বিপুল পরিমাণ এই টাকা আনা হয়েছিল। ওই ব্যবসায়ীর সঙ্গে হাওয়ালা যোগ আছে বলে প্রাথমিক অনুমান সিআইডির। এদিকে ঘটনার পরই ব্যবসায়ী পলাতক। সিআইডির আধিকারিকরা ওই বিল্ডিংয়ে গিয়ে দেখেন অফিস তালা বন্ধ। তাই দরজা ভেঙে চালানো হবে তল্লাশি।

    CID & Panchla পাঁচলা টাকা উদ্ধার কাণ্ডে বিকানির বিল্ডিংয়ে সিআইডি হানা।

    MORE NEWS – সোমবার শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক, কী হতে পারে চাকরিপ্রার্থীদের ভবিষ্যত?

    একদিকে দুর্নীতি বিতর্ক নিয়ে রাজ্য রাজনীতির ময়দানে উত্তেজনার পারদ তুঙ্গে। এর মধ্যেই কি আজ এসএসসি নিয়ে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে চলেছে? সোমবার দুপুর তিনটে নাগাদ শিক্ষা মন্ত্রী (Education Ministry) ব্রাত্য বসু স্কুল সার্ভিস কমিশন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকেন। বৈঠকে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, স্কুল শিক্ষা দফতরের সচিব স্তরের আধিকারিকরা ছাড়াও মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির থাকার কথা জানা গিয়েছে। কী হতে পারে এদিনের বৈঠকের আলোচ্য বিষয়? সূত্রের খবর, CONTINUE READING

    MORE NEWS – রাজ্যে আরও ৭ নতুন জেলা! ঘোষণা মুখ্যমন্ত্রীর।

    রাজ্যে আরও নতুন ৭টি জেলা হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নবান্নে এক সাংবাদিক বৈঠক করে নতুন জেলাগুলির নাম ঘোষণা করেছেন। নতুন জেলা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে, সুন্দরবন জেলা, ইছামতী জেলা, বসিরহাট, রানাঘাট, বিষ্ণুপুর, বহরমপুর, কান্দি। বসিরহাট জেলার নতুন নামকরণ পরবর্তীতে করবেন মুখ্যমন্ত্রী। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments