More
    HomeখবরFinance Minister শেষকৃত্যে জিএসটি নেই, মূল্যবৃদ্ধি নিয়ে লোকসভায় আশ্বাস অর্থমন্ত্রী নির্মলার।

    Finance Minister শেষকৃত্যে জিএসটি নেই, মূল্যবৃদ্ধি নিয়ে লোকসভায় আশ্বাস অর্থমন্ত্রী নির্মলার।

    Today kolkata:- নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রমশ বেড়েই চলছে। সংসার চালাতে দিশেহারা অবস্থা আম আদমির৷ ইতিমধ্যেই অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা। এই পরিস্থিতিতে সংসদে দাঁড়িয়ে অর্থমন্ত্রী (Finance Minister) নির্মলা সীতারমনের আশ্বাস দিয়েছেন যে, শ্মশানে বা কবরখানায় অন্তিম সংস্কারে কোনও জিএসটি নেই। উল্লেখ্য, মূল্যবৃদ্ধি ও খাদ্যপণ্যে জিএসটির প্রতিবাদে গত দু’সপ্তাহ ধরে অচল ছিল সংসদের অধিবেশন৷ এদিকে, মূল্যবৃদ্ধি প্রসঙ্গে আলোচনা এড়াতে কেন্দ্রের যুক্তি ছিল, অর্থমন্ত্রী কোভিড আক্রান্ত। তবে তিনি সুস্থ হতেই শেষমেশ মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনায় রাজি সরকার। সোমবার লোকসভার অধিবেশ শুরু হতেই বিরোধী দলের সাংসদরা দুধ, লস্যি, মুড়ি, চাল, ডাল থেকে শ্মশানের চুল্লির উপর জিএসটি চাপানো নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

    এর জবাবে নির্মলা আশ্বাস দিয়ে বলেন, ‘‘শ্মশানে মরদেহ দাহ করা বা গোরস্থানে কবর দেওয়ার ক্ষেত্রে কোনও জিএসটি নেই। এই সব পরিষেবা সম্পূর্ণ জিএসটি মুক্ত।” তবে শ্মশানের চুল্লি তৈরির কাজে নির্দিষ্ট হারে জিএসটি বসানো হয়েছে বলে তিনি জানিয়েছেন। মূল্যবৃদ্ধি নিয়ে সরাসরি মোদী সরকারকে নিশানা করে বিরোধীদের প্রধান অভিযোগ, জিনিসপত্রের চড়া দাম সত্ত্বেও মোদী সরকার পেট্রল-ডিজেলে শুল্ক কমাচ্ছে না। উল্টে খাদ্যপণ্যেও জিএসটি চাপাচ্ছে। অর্থমন্ত্রীর অবশ্য দাবি, প্যাকেটবন্দি খাদ্যেই জিএসটি চাপানো হয়েছে। সব রাজ্য তাতে সায় দিয়েছে। আর জ্বালানি থেকে আদায় করা শুল্ক উন্নয়নের কাজেই খরচ হচ্ছে।

    Finance Minister শেষকৃত্যে জিএসটি নেই, মূল্যবৃদ্ধি নিয়ে লোকসভায় আশ্বাস অর্থমন্ত্রী নির্মলার।

    Hamanta biswas sharma বাংলায় ঝাড়খণ্ডের তিন বিধায়ক গ্রেফতারে নাম জড়াল অসমের মুখ্যমন্ত্রীর।

    Jorhat Runway জোরহাটে রানওয়ে থেকে পিছলে গেল ইন্ডিগো-র কলকাতাগামী বিমানের চাকা, রক্ষা পেলেন যাত্রীরা।

    Avishek Banerjee নোট বাতিলের পরও এত কালো টাকার দায় অর্পিতার মতো কেন্দ্রেরও, অভিষেক।

    পুজো প্রায় দোড়গোড়ায়, জেনে নিন এবারের মহালয়ার দিনক্ষণ, শুভ মুহূর্ত, অমৃতযোগ ও মহেন্দ্রক্ষণ।

    এদিকে বিজেপি সাংসদরাও সংসদে আলোচনায় দাবি করেছেন, কোথাও কোনও সমস্যা নেই। বিজেপি সাংসদ জয়ন্ত সিন্‌হার দাবি, দেশে মূল্যবৃদ্ধি বলে কিছুই নেই। আর এক বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের দাবি, কোভিডের সময় গরিবদের অন্নের সংস্থান করা হয়েছে। তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশংসা প্রাপ্য। কিন্ত অর্থমন্ত্রীর এহেন মন্তব্যের পরই বিরোধীরা অভিযোগ তুলেছে, মূল্যবৃদ্ধি নিয়ে ব্যর্থতা ঢাকতে অর্থমন্ত্রী রাজনীতি করেছেন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments