More
    HomeখবরAvishek Banerjee নোট বাতিলের পরও এত কালো টাকার দায় অর্পিতার মতো কেন্দ্রেরও,...

    Avishek Banerjee নোট বাতিলের পরও এত কালো টাকার দায় অর্পিতার মতো কেন্দ্রেরও, অভিষেক।

    Today kolkata:- এসএসসি দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এরপর বৃহস্পতিবার প্রথমে মন্ত্রিসভা থেকে অপসারণ করা হয় পার্থকে। এদিনই বিকেলে তৃণমূল ভবনে বৈঠক করে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Avishek Banerjee)। বৈঠক থেকে তিনি ঘোষণা করেন, ”আজ বৈঠকে দলের শৃঙ্খলারক্ষা কমিটির সবার সঙ্গে আলোচনা করা হয়েছে। দলের সব পদ থেকে সাসপেন্ড করা হল পার্থ চট্টোপাধ্যায়কে। ”তবে, নোট বাতিলের পরও এত কালো টাকার উৎস নিয়ে নরেন্দ্র মোদিকে নিশানা করেছেন অভিষেক। অভিষেকের কথায়, ”তৃণমূলের কেউ জড়িত থাকলে শাস্তি হোক। আশা করি তদন্তকারী সংস্থা নিরপেক্ষ তদন্ত করবে৷ কিন্তু এই টাকা এল কোথা থেকে? জড়িত কারা কারা? সব জানতে হবে। এরপরই নরেন্দ্র মোদির দিকে প্রশ্ন ছুড়ে বলেন, ‘মোদি বলেছিলেন সব কালো টাকা উদ্ধার হয়েছে। আমি কাউকে ডিফেন্ড করছি না।

    যদি কেউ অন্যায় করে থাকে, অবিচার হয়ে থাকে, তাহলে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে না। অর্থ রোজগারের মেকানিজম হলে দল সমর্থন করবে না। কিন্তু এত কালো টাকা যদি উদ্ধার হয়ে থাকে, তাতে অর্পিতা মুখোপাধ্যায় যেমন দায়ী, তেমনই জবাব দিতে হবে নরেন্দ্র মোদিকে এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রীকেও। ”এদিকে অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করে একাধিক প্রশ্ন তুলেছে বিজেপি। এদিন সেই প্রসঙ্গে অভিষেক বলেন, ”মমতা বন্দোপাধ্যায় মুখ্যমন্ত্রী, ফলে পুজো উদ্বোধনের সময় কে থাকবে তা দেখা সম্ভব নয়। নরেন্দ্র মোদির সঙ্গে ললিত মোদির ছবি আছে। ড্রাগ কাণ্ডে অভিযুক্ত পামেলার সঙ্গে বিজেপির অনেকের ছবি আছে। ”প্রসঙ্গত উল্লেখ্য, তুমুল বিতর্কের মাঝে আজই দলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক ডেকেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকের পরেই সাংবাদিক বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করেন।

    Avishek Banerjee নোট বাতিলের পরও এত কালো টাকার দায় অর্পিতার মতো কেন্দ্রেরও, অভিষেক।

    MORE NEWS – মন্ত্রিত্ব থেকে সরানো হল ধৃত পার্থকে।

    রাজ্যের তিন দফতরের মন্ত্রী পদে (Ministry) ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। শিল্প মন্ত্রী, তথ্য ও প্রযুক্তি মন্ত্রী ও পরিষদীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাতেন তিনি। তাঁকে গ্রেফতার করার পর থেকে বিরোধী শিবির দাবি তুলেছিল পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রী সভা থেকে অপসারণের জন্য। বেশ কিছুদিন ধরে এ নিয়ে উত্তাল ছিল রাজ্য-রাজনীতি। অস্বস্তিতে পড়েছিল রাজ্যের শাসক দল। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments