More
    HomeখবরMinistry মন্ত্রিত্ব থেকে সরানো হল ধৃত পার্থকে।

    Ministry মন্ত্রিত্ব থেকে সরানো হল ধৃত পার্থকে।

    Today kolkata:- রাজ্যের তিন দফতরের মন্ত্রী পদে (Ministry) ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। শিল্প মন্ত্রী, তথ্য ও প্রযুক্তি মন্ত্রী ও পরিষদীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাতেন তিনি। তাঁকে গ্রেফতার করার পর থেকে বিরোধী শিবির দাবি তুলেছিল পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রী সভা থেকে অপসারণের জন্য। বেশ কিছুদিন ধরে এ নিয়ে উত্তাল ছিল রাজ্য-রাজনীতি। অস্বস্তিতে পড়েছিল রাজ্যের শাসক দল। অবশেষে, পার্থবাবুর গ্রেফতারের ছয়দিনের মাথায় সিদ্ধান্ত নিল দল। মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হল পার্থ চট্টোপাধ্যায়কে। বৃহস্পতিবার মন্ত্রী সভার বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্নে সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়কে শিল্প দফতর, তথ্য ও প্রযুক্তি দফতর এবং পরিষদীয় মন্ত্রী থেকে সরানো হয়েছে।

    আপাতত এখন তিনটি দফতরই মুখ্যমন্ত্রীর হাতে থাকবে। ২৩ জুলাই শনিবার গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, পার্থবাবু যে দোষ করেননি, সেবিষয়ে তিনি কিছুই খোলসা করছেন না। এরফলে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে দাবি করেন কুণাল। তাই নবান্নে মন্ত্রীসভার বৈঠক থেকেই এই সিদ্ধান্ত নিল দল। বৈঠকে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিলেন মন্ত্রিত্ব থেকে পার্থকে অব্যাহতি দেওয়া হল। তবে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পদ থেকেও তাঁকে সরানো হবে কিনা এখন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

    Ministry মন্ত্রিত্ব থেকে সরানো হল ধৃত পার্থকে।

    Arpita Mukherjee সব টাকা পার্থদা’র, কর্মীরা এসে দিয়ে যেত! জেরায় বিস্ফোরক দাবি অর্পিতার।

    AIIMS Bhubaneswar পার্থকে নিয়ে ভুবনেশ্বর উড়ে গেল এয়ার অ্যাম্বুল্যান্সে, এইমস-এ স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা।

    SSC Corruption এসএসসি দুর্নীতির টাকা হাওয়ালার মাধ্যমে বাংলাদেশে পাচার! টেক্সটাইল কোম্পানিকে নোটিশ ইডির।

    MORE NEWS – রাজ্যে প্রথম মেট্রো কোচ তৈরি কারখানার উদ্যোগ।

    একদিকে যখন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইডি’র হাতে গ্রেফতার, এর মধ্যেই ফের খুলতে চলেছে হিন্দুস্থান মোটরস কারখানা (Hindustan Motors)। এখানে তৈরি হবে রেল এবং মেট্রোর ওয়াগন। বেশ কয়েক বছর আগে এই হিন্দুস্থান মোটরসে অ্যাম্বাসাডর গাড়ি উৎপাদন বন্ধ করে দেয় বিড়লা গ্রুপ। ২৭ জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই কারখানাটি নতুন করে পথচলা শুরু করল। এই কারখানাকে ঘিরে রাজ্যের শিল্প বান্ধব পরিবেশ সম্পর্কে মানুষের কাছে বার্তা যাবে বলে অনুমান ওয়াকিবহাল মহলের। জানা গিয়েছে, টিটাগড় ওয়াগন তাদের হিন্দমোটর শেডে তৈরি করবে মেট্রো কোচ৷ CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments