More
    Homeঅনান্যহেপাটাইটিস কি ছোঁয়াচে, টিকায় আটকানো সম্ভব?

    হেপাটাইটিস কি ছোঁয়াচে, টিকায় আটকানো সম্ভব?

    Today kolkata:- হেপাটাইটিস একটি লিভারের রোগ। এর কারণে বিশ্বব্যাপী এক কোটি ত্রিশ লক্ষ মানুষের মৃত্যু হয়। পরিসংখ্যান অনুযায়ী, সারা বিশ্বে এখনও পর্যন্ত প্রায় ৩২৫ মিলিয়ন মানুষ এই রোগে আক্রান্ত। এই রোগ ছোঁয়াচে নয় বলে এর প্রতি ভীতিটাও অনকে কম। তবে বর্ষার সময় নানা সংক্রমণের পাশাপাশি করোনা সংক্রমণও ছড়িয়ে পড়ছে দ্রুত ভাবে। শরীরে এই রোগের বিস্তার ঘটলে পেটে জল আসা, রক্ত পায়খানা ও রক্ত বমি হতে পারে। হেপাটাইটিসের ৫ টি ভাইরাস হ’ল এ, বি, সি, ডি এবং ই। এর মধ্যে টাইপ-বি এবং সি ভয়াবহ আকার নেয়। লিভার সিরোসিস এবং ক্যান্সার মতো মারাত্ম আকার ধারণ করে। প্রাথমিক চিকিৎসা না পাওয়া গেলে, লিভার সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কা থাকে। তবে হেপাটাইটিস এ, বি ও ডি-কে টিকাকরণের দ্বারা প্রতিরোধ করা যেতে পারে। হেপাটাইটিস এ এবং ই মূলত দূষিত খাবার এবং জলের মাধ্যমে ছড়ায়। দীর্ঘস্থায়ী হেপাটাইটিস সি-এর ক্ষেত্রে অ্যান্টিভাইরাল ওষুধগুলি কার্যকর হয়। হেপাটাইটিস বি রক্ত ও দেহ নিসৃত তরলের মাধ্যমে ছড়ায়।

    হেপাটাইটিস কি ছোঁয়াচে, টিকায় আটকানো সম্ভব?

    Weather Update পশ্চিমবঙ্গ সহ ৬ রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, দেখে নিন কলকাতার ওয়েদার আপডেট৷

    President Droupadi Murmu রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শপথ অনুষ্ঠানে থাকছেন বাংলার ২৭ আদিবাসী শিল্পী।

    E-Riska দিনে এবং রাতে দুই রঙের টোটো এবং ই- রিক্সা বিভক্ত করে দিল্লি মডেলের আদলে চলবে না মালদায়।

    Susovan Banerjee চলে গেলেন বীরভূমের ‘এক টাকার ডাক্তার’ সুশোভন বন্দ্যোপাধ্যায়। 

    MORE NEWS – অ্যাসিডিটির সমস্যা ম্যাজিকের দূর করতে কয়েকটি আসন।

    প্রায়ই অ্যাসিডিটির সমস্যায় এমন মানুষের (Health) সংখ্যা হাত কম নয়। তাই ঘরে ওষুধ তো রাখতেই হয়। তবে বারে বারে ওষুধ খেয়ে অ্যাসিডিটির সমস্যা মেটানো একেবারেই উচিত নয়। তাতে হিতে বিপরীত হতে পারে। আসলে অ্যাসিডিটি একটি সাধারণ হজমের সমস্যা। এই সমস্যা দূর করতে হলে মেডিসিন অবশ্যই প্রয়োজন। তবে প্রাকৃতিকভাবে সুস্থ থাকার জন্য বেশ কয়েকটি যোগাসন করলে এই সমস্যা থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়। উস্ট্রাসন- হাটুর ওপর ভর দিয়ে বসে ঘাড় পিছনের দিকে এগিয়ে সোজা ওপরের দিকে তাকাতে হবে। ঘাড় থাকবে একদম ৯০ ডিগ্রী কোণে। এই আসন অ্যাসিডিটি কমাতে সাহায্য করে। হাঁটুও ভালো রাখে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments