More
    HomeখবরE-Riska দিনে এবং রাতে দুই রঙের টোটো এবং ই- রিক্সা বিভক্ত করে...

    E-Riska দিনে এবং রাতে দুই রঙের টোটো এবং ই- রিক্সা বিভক্ত করে দিল্লি মডেলের আদলে চলবে না মালদায়।

    মালদা, ১৭ জুলাই:- দিনে এবং রাতে দুই রঙের টোটো এবং ই- রিক্সা (E-Riska) বিভক্ত করে দিল্লি মডেলের আদলে চলবে না মালদায়। ইংরেজবাজার পুরসভার এই সিদ্ধান্তকে কার্যত অনার্য্য বলে দাবী করেছেন মালদা জেলা ব্যাটারি চালিত ই- রিক্সা (E-Riska) ড্রাইভার এন্ড অপারেটারস এসোসিয়েশন। রবিবার সকালে মালদা শহরের দুই নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকার একটি মাঠে শতাধিক ই- রিকশা এবং টোটো চালকেরা জমায়েত হয়ে ইংরেজবাজার পুরসভা ও প্রশাসনের এই সিদ্ধান্তের বিষয়ে অসন্তোষ প্রকাশ করে চরম আপত্তি জানিয়েছেন। সেখানেই এদিন নানান দাবি নিয়ে ওই সংগঠনের পক্ষ থেকে একটি আলোচনা সভা করা হয়। আগামীতে দিল্লি মডেলের মতো মালদা শহরে ই- রিকশা এবং টোটো চালানোর সিদ্ধান্ত নেওয়া হলে তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও আন্দোলন করবে চালকেরা বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিন সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর পক্ষ থেকেই ই – রিক্সা এবং টোটো চালকদের উপস্থিতিতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    E-Riska দিনে এবং রাতে দুই রঙের টোটো এবং ই- রিক্সা বিভক্ত করে দিল্লি মডেলের আদলে চলবে না মালদায়।

    MORE NEWS – আগামী ২১ শে জুলাই শহীদ দিবস উপলক্ষে ধর্মতলা চলো অভিযান কে সফল করতে একটি বিশাল মিছিল।

    পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী আজ ডেবড়া ব্লক তৃনমূল কংগ্রেস এবং ডেবড়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আগামী ২১ শে জুলাই শহীদ দিবস উপলক্ষে ধর্মতলা চলো অভিযান কে সফল করতে একটি বিশাল মিছিল এর আয়োজন করা হয়। ডেবড়ার পাঁচবেড়িয়া থেকে মিছিল শুরু করে চার কিলোমিটার রাস্তা অতিক্রম করে মাড়তলা বাজারে শেষ হয়। মিছিল শেষে মাড়তলা বাজারে একটি পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রত্যেক বক্তাই দলীয় কর্মীদের উদ্দেশ্যে ধর্মতলার শহীদ দিবস কে সফল করতে হবে বলে বার্তা দেন। CONTINUE READING

    MORE NEWS – দীর্ঘদিন ধরে চলছে পানীয় জলের সমস্যা, ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা।

    হলদিয়ার কিসমৎ শিবরাম নগর দেভোগ অঞ্চলের ২৫৩ নম্বর বুথের পানীয় জলের সমস্যা বহুদিন ধরে, গ্রামবাসীদের অভিযোগ অঞ্চল প্রধান ৪০ বছর ধরে একটি স্কুল রয়েছে সেখানে স্কুলের সামনে কল না বসিয়ে অন্যত্র যেখানে আগের থেকেই জলের বন্দোবস্ত রয়েছে সেখানে বসায়। এই নিয়ে ২ পাড়ার মধ্যে কোন্দল লাগে। পরে হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। এক পক্ষের অভিযোগ তারা জল পায়না, যে টিউবঅয়েল রয়েছে তার জল গত ফেব্রুয়ারি থেকে পানের অযোগ্য। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments