More
    Homeঅনান্যবেআইনি মদের ঠেকে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠলো দুই দুষ্কৃতীর বিরুদ্ধে।

    বেআইনি মদের ঠেকে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠলো দুই দুষ্কৃতীর বিরুদ্ধে।

    মালদা, ১৭ জুলাই:- বেআইনি মদের ঠেকে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠলো দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। শনিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার তুঁতবাড়ি এলাকার একটি আম বাগানে। ওই বাগানে দীর্ঘদিন ধরেই বেআইনি মদের ঠেক চলার অভিযোগ উঠে আসছিল। এনিয়ে পুলিশের কাছেও বিস্তর অভিযোগ জানিয়েছিলেন এলাকার বাসিন্দারা। অবশেষে শনিবার রাতে খুনের এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরাতন মালদা থানার পুলিশ। রক্তাক্ত এবং ক্ষতবিক্ষত ওই ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ রাতেই ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম কালু শেখ (৫০)। তার বাড়ির তুঁতবাড়ি এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান, মদের আসরে বচসার জেরে এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। কারণ এই দুজনেই মৃত ব্যক্তির সঙ্গে মদের আসরে ছিল।

    বেআইনি মদের ঠেকে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠলো দুই দুষ্কৃতীর বিরুদ্ধে।

    Jangolmohal জঙ্গলমহল শালবনীর পিছিয়ে পড়া বিদ্যালয়গুলিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় শিবির।

    Kanchrapara rail কাঁচরাপাড়া রেল কর্তৃপক্ষ পরিত্যক্ত কোয়ার্টারগুলি ভাঙার টেন্ডার।

    MORE NEWS – E-Riska দিনে এবং রাতে দুই রঙের টোটো এবং ই- রিক্সা বিভক্ত করে দিল্লি মডেলের আদলে চলবে না মালদায়।

    দিনে এবং রাতে দুই রঙের টোটো এবং ই- রিক্সা (E-Riska) বিভক্ত করে দিল্লি মডেলের আদলে চলবে না মালদায়। ইংরেজবাজার পুরসভার এই সিদ্ধান্তকে কার্যত অনার্য্য বলে দাবী করেছেন মালদা জেলা ব্যাটারি চালিত ই- রিক্সা (E-Riska) ড্রাইভার এন্ড অপারেটারস এসোসিয়েশন। রবিবার সকালে মালদা শহরের দুই নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকার একটি মাঠে শতাধিক ই- রিকশা এবং টোটো চালকেরা জমায়েত হয়ে ইংরেজবাজার পুরসভা ও প্রশাসনের এই সিদ্ধান্তের বিষয়ে অসন্তোষ প্রকাশ করে চরম আপত্তি জানিয়েছেন। CONTINUE READING

    MORE NEWS – পশ্চিম মেদিনীপুর জেলা কালেক্টরেট সংগঠন দপ্তরে আগামী একুশে জুলাই ধর্মতলা চলো কর্মসূচির বিষয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

    আজ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশন পশ্চিম মেদিনীপুর জেলা কালেক্টরেট সংগঠন দপ্তরে আগামী একুশে জুলাই ধর্মতলা চলো কর্মসূচির বিষয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জেলা সভাপতি ২১শে জুলাই ধর্মতলা কেন যাব, সেই বিষয়ে সবিস্তারে ব্যাখ্যা করেন, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments