More
    Homeঅনান্যশাসক দলের তকমাকে কাজে লাগিয়ে এলাকায় অবৈধ কারবারের অভিযোগ।

    শাসক দলের তকমাকে কাজে লাগিয়ে এলাকায় অবৈধ কারবারের অভিযোগ।

    মালদা:- তৃণমূল প্রধানের স্বামীর দাদাগিরি। শাসক দলের তকমাকে কাজে লাগিয়ে এলাকায় অবৈধ কারবারের অভিযোগ। এলাকা বাসীরা এই নিয়ে সরব হলে এক ব্যক্তিকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ। আহত ব্যক্তি তৃণমূল কর্মী বলে জানা গেছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল ছড়িয়ে পড়েছে বাবনগোলা থানার নালাগোলা এলাকায়। জানা গেছে আহত ওই তৃণমূল কর্মীর নাম বিমল ঘোষ। বাড়ি বাবনগোলা থানার মদনাবতি গ্রাম পঞ্চায়েতের ডুবা পাড়া এলাকায়। আক্রান্ত বিমল ঘোষ এবং গ্রামবাসীদের অভিযোগ, মদনাবতী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের স্বামী পিন্টু রায় শাসকদলের তকমা ব্যবহার করে এলাকায় সমাজবিরোধী কাজকর্ম করে চলেছে। এলাকায় রমরমিয়ে চলছে জুয়া এবং মদের আসর।

    এই ঘটনার প্রতিবাদ করায় এই হামলা। এই ঘটনায় তৃণমূল প্রধানের স্বামী সহ তিন জনের নামে বাগানগোলা থানার একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। এই বিষয়ে তৃণমূল প্রধানের স্বামী পিন্টু রায় ফোনে জানান, এই অভিযোগ ভিত্তিহীন। যারা তার বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা বিজেপি দল করত এর আগে। এলাকায় তারাই সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করছে। প্রধান হিসাবে তার প্রতিবাদ করাই এই আক্রোশ।

    শাসক দলের তকমাকে কাজে লাগিয়ে এলাকায় অবৈধ কারবারের অভিযোগ।

    বেআইনি মদের ঠেকে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠলো দুই দুষ্কৃতীর বিরুদ্ধে।

    MORE NEWS – ডেবরা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো।

    আজ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবড়া ব্লকে ডেবরা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ম্যারাথন দৌড় (Marathon start )প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো ডেবরা ব্লকের তিন নম্বর সত্যপুর অঞ্চলের ট‍্যাবাগেরা থেকে। এই দৌড় প্রতিযোগিতা ট‍্যাবাগেরা থেকে শুরু হয়ে ১৫কিমি অতিক্রম করে বালিচক অডিটোরিয়ামে শেষ হয়। এই প্রতিযোগিতায় ১১৪জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। ডেবরার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও কর্মদক্ষতা উন্নয়ন দপ্তরে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হুমায়ূন কবির ‌এই প্রতিযোগিতার শুভ সূচনা করেন। CONTINUE READING

    MORE NEWS – এক গৃহবধূকে বেধড়ক মারধরের অভিযোগ ঘটনাটি শান্তিপুর লেবুতলা পাড়া এলাকার।

    এক গৃহবধূকে বেধড়ক মারধরের অভিযোগ ঘটনাটি শান্তিপুর লেবুতলা পাড়া(Shantipur Lebutala) এলাকার।অভিযোগকারী গৃহবধূ, সঞ্জনা বিশ্বাসের অভিযোগ বেশ কিছুদিন ধরে তার স্বামী তার উপর অত্যাচার করে এবং তাকে বেধারক মারধর করে। সহ্য করতে না পেরে বাবার বাড়িতে আশ্রয় নেয়, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments