More
    Homeঅনান্যSusovan Banerjee চলে গেলেন বীরভূমের 'এক টাকার ডাক্তার' সুশোভন বন্দ্যোপাধ্যায়। 

    Susovan Banerjee চলে গেলেন বীরভূমের ‘এক টাকার ডাক্তার’ সুশোভন বন্দ্যোপাধ্যায়। 

    TodayKolkata:- ইহলোকের মায়া ত্যাগ করলেন একটাকার ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায় (Susovan Banerjee)। মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ জনদরদী এই চিকিৎসক চলে গেলে চির ঘুমের দেশে।তাঁর আকস্মিক মৃত্যুতে মর্মাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে শোকপ্রকাশ করেছেন তিনি। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। দীর্ঘ ৫৯ বছর ধরে মাত্র একটাকায় রোগী দেখে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছিলেন তিনি। ২০২০ সালে পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছিলেন তিনি। প্রতিদিন সকালে তাঁর বাড়ির সামনে লম্বা লাইন পড়ে যেত রোগীদের। বীরভূম এবং আশেপাশের জেলা থেকে ভিড় জমাতেন রোগীরা। অধিকাংশ রোগীই হতদরিদ্র পরিবারের।

    আর তাঁদের চিকিৎসা করে হাসিমুখে বাড়ি ফেরানোর দায়িত্ব নিয়েছিলেন চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়। কেউ বলতেন গরিবের ডাক্তার। আবার কেউ তাঁকে বলতেন, এক টাকার ডাক্তার। কারণ, তিনি চিকিৎসা করতে কয়েক দশক ধরে রোগী পিছু এক টাকা ফি নিয়ে আসছেন। এমন চিকিৎসক বড়ই দুর্লভ। গত বছর এপ্রিলে তিনি করোনা আক্রান্ত হন। সেইসময় রোগী দেখা বন্ধ রেখেছিলেন। সুস্থ হতেই ফের তা শুরু করেন। ২০১৯ সালে এনআরএস হাসপাতালে জুনিয়র ডাক্তারদের উপরে হামলার ঘটনা ঘটে। সেই ঘটনার প্রতিবাদে ধর্মঘটে যোগ দেন চিকিৎসকরা। সেইসময়ও কিন্ত রোগী দেখা বন্ধ রাখেননি সুশোভন বন্দ্যোপাধ্যায় (Susovan Banerjee)। 

    Susovan Banerjee চলে গেলেন বীরভূমের ‘এক টাকার ডাক্তার’ সুশোভন বন্দ্যোপাধ্যায়। 

    Mamata Banerjee দ্রুত সত্য সামনে আসুক’’, পার্থ প্রসঙ্গে প্রকাশ্যে মুখ খুললেন মমতা।

    AIIMS Bhubaneswar পার্থকে নিয়ে ভুবনেশ্বর উড়ে গেল এয়ার অ্যাম্বুল্যান্সে, এইমস-এ স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা।

    President Droupadi Murmu রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শপথ অনুষ্ঠানে থাকছেন বাংলার ২৭ আদিবাসী শিল্পী।

    Directorate of Enforcement রাজ্যের দুই মন্ত্রীর বাড়ি-সহ একাধিক জায়গায় আচমকা ইডি’র হানা।

    MORE NEWS – পার্থকে নিয়ে স্পষ্ট বার্তা মমতার! কী বললেন শিল্পমন্ত্রী?

    শারীরিকভাবে তেমন কোনও সমস্যা নেই। যেটুকু সমস্যা আছে তা বাড়িতে থেকেই ওষুধ খেয়েই সারানো সম্ভব। সোমবার ভুবনেশ্বর এইমস-এ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে এ কথা স্পষ্টই জানিয়েছেন সেখানকার চিকিৎসকেরা। তাই পার্থকে ভর্তি নেয়নি এইমস। ভুবনেশ্বর থেকে তাঁকে আনা হয়েছে কলকাতায়। বিমানবন্দর থেকে তাঁকে সোজা নিয়ে যাওয়া হয় বিধাননগরের সিজিও কমপ্লেক্সে। সেখানে ফের ইডির জেরার মুখোমুখি হবেন পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments