More
    HomeখবরIndustry Minister পার্থকে নিয়ে স্পষ্ট বার্তা মমতার! কী বললেন শিল্পমন্ত্রী?

    Industry Minister পার্থকে নিয়ে স্পষ্ট বার্তা মমতার! কী বললেন শিল্পমন্ত্রী?

    Today Kolkata:- শারীরিকভাবে তেমন কোনও সমস্যা নেই। যেটুকু সমস্যা আছে তা বাড়িতে থেকেই ওষুধ খেয়েই সারানো সম্ভব। সোমবার ভুবনেশ্বর এইমস-এ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে এ কথা স্পষ্টই জানিয়েছেন সেখানকার চিকিৎসকেরা। তাই পার্থকে ভর্তি নেয়নি এইমস। ভুবনেশ্বর থেকে তাঁকে আনা হয়েছে কলকাতায়। বিমানবন্দর থেকে তাঁকে সোজা নিয়ে যাওয়া হয় বিধাননগরের সিজিও কমপ্লেক্সে। সেখানে ফের ইডির জেরার মুখোমুখি হবেন পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়। এদিকে ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকেই নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “যদি কেউ অন্যায় করে থাকে, বিচারে প্রমাণিত হয়, তার দায়িত্ব সে নিজে নেবে।

    কারণ গভর্নমেন্টও এর সঙ্গে রিলেটেড নয় এবং পার্টির সঙ্গেও ওই মহিলার কোনও সম্পর্ক নেই”। সেই প্রসঙ্গে বিমানবন্দরে নামার পরেই জিজ্ঞেস করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। বিধ্বস্ত পার্থ চট্টোপাধ্যায় (Industry Minister ) বিমানবন্দরেই জানান, ‘দলনেত্রী ঠিকই বলেছেন’। এর বেশি আর কোনও কথা বলেননি তিনি। তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দলনেত্রী পার্থর বিরুদ্ধে কী সিদ্ধান্ত নিতে চলেছেন, সে বিষয়ে সবাই মুখিয়ে রয়েছে। এ বিষয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য, তদন্ত তাঁর নিজের মতো করেই চলবে এবং এক্ষেত্রে তদন্তে যা অগ্রগতি হবে সেদিকে নজর রেখেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী অনিন্দ্য কিশোর রাউত জানিয়েছেন, হাইকোর্টের নির্দেশে ভুবনেশ্বর যাওয়া এবং এইমসে চিকিৎসার পরে ফেরত আসা এই পুর সময়টাই পার্থ চট্টোপাধ্যায় ইডির কাছেই ছিলেন।

    Industry Minister পার্থকে নিয়ে স্পষ্ট বার্তা মমতার! কী বললেন শিল্পমন্ত্রী?

    Ramnath Kobind আপনার পরামর্শ নিতে আসব’, বিদায় লগ্নে মোদির চিঠি কোবিন্দকে

    Mamata Banerjee দ্রুত সত্য সামনে আসুক’’, পার্থ প্রসঙ্গে প্রকাশ্যে মুখ খুললেন মমতা।

    তাদের কাছে ওষুধ সহ যে কয়েকটি জিনিস ছিল সেগুলি তারা সিজিও কমপ্লেক্সে ইডির কাছে দিয়েছেন বলে জানান। সুত্র মারফত জানা গিয়েছে, দুটি আলাদা দল গঠন করা হয়েছে। একটি দল জেরা করবে অর্পিতা মুখোপাধ্যায়কে এবং অপর দল জেরা করবে পার্থ চট্টোপাধ্যায়কে। এই মুহুর্তে অন্য কাউকে ডেকে এনে জেরা করার পরিকল্পনা নেই। তবে পরবর্তীকালে প্রয়োজনে অন্যদেরও ডাকা হতে পারে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments