More
    Homeঅনান্যRamnath Kobind আপনার পরামর্শ নিতে আসব', বিদায় লগ্নে মোদির চিঠি কোবিন্দকে।

    Ramnath Kobind আপনার পরামর্শ নিতে আসব’, বিদায় লগ্নে মোদির চিঠি কোবিন্দকে।

    Today Kolkata:- ২৪ জুলাই দেশের রাষ্ট্রপতি পদে শেষ দিন ছিল রামনাথ কোবিন্দের (Ramnath Kobind)৷ ওই দিনই রামনাথ কোবিন্দকে চিঠি লেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ রামনাথ কোবিন্দকে (Ramnath Kobind) লেখা চিঠির শুরুেতই তাঁর নীতিপরায়ণতা, সততা, সংবেদনশীলতা এবং রাষ্ট্রপতি পদে নিজের দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য প্রাক্তন রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়েছেন মোদি৷ প্রধানমন্ত্রী লিখেছেন, ‘স্বাধীনতার ৭৫ বছরের দিকে এগিয়ে যাওয়ার পথে দেশের ছোট একটি গ্রাম থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত আপনার ব্যক্তিগত সফর দেশের উন্নয়নকে যেমন তুলে ধরে, সেরকমই তা সাধারম মানুষের অনুপ্রেরণার মতো৷’ দু’পাতার চিঠিতে সংবিধানের প্রতি দায়বদ্ধতার জন্যও রামনাথ কোবিন্দকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে চিঠি পেয়ে অত্যন্ত আপ্লুত রামনাথ কোবিন্দ। প্রধানমন্ত্রীর লেখা সেই চিঠির ছবি ট্যুইটারে শেয়ার করেছেন কোবিন্দ নিজেই।

    সেইসঙ্গে রামনাথও লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই চিঠি আমায় গভীরভাবে ছুঁয়ে গিয়েছে৷ দেশের নাগরিকরা আমার প্রতি যে ভালবাসা এবং সম্মান দেখিয়েছেন, প্রধানমন্ত্রীর অন্তর থেকে বলা কথাগুলিতে তা প্রতিফলিত হয়েছে৷ আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ৷’ প্রধানমন্ত্রী তাঁর চিঠিতে করোনা অতিমারির কঠিন সময়েও রাষ্ট্রপতির ভূমিকার প্রশংসার উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, ‘আপনি দেশের প্রথম নাগরিক হলেও দেশের দুর্বলতম নাগরিকের উন্নয়নের জন্য আপনার সমবেদনা এবং উদ্বেগ সর্বদা আপনার মধ্যে দেখেছি৷ তাঁদের প্রত্যাশা, পরিবর্তন প্রয়োজন আপনি যথার্থভাবে অনুধাবন করতে পারতেন৷’ বেশ কয়েকবার প্রধানমন্ত্রীর মায়ের সঙ্গে দেখা করেছেন রামনাথ কোবিন্দ। সে বিষয়টি স্মরণ করে রামনাথ কোবিন্দকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ চিঠির শেষের দিকে নরেন্দ্র মোদি লিখেছেন, ‘সম্প্রতি আপনি ছাত্র-ছাত্রীদের যে পরামর্শ দিয়েছেন, তাতেই আপনার জীবনের উদ্দেশ্য প্রতিফলিত হয়৷

    Ramnath Kobind আপনার পরামর্শ নিতে আসব’, বিদায় লগ্নে মোদির চিঠি কোবিন্দকে।

    AIIMS Bhubaneswar পার্থকে নিয়ে ভুবনেশ্বর উড়ে গেল এয়ার অ্যাম্বুল্যান্সে, এইমস-এ স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা।

    Malda Medical College মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হল এক যুবকের।

    Heart attack ফিট থাকা সত্ত্বেও সামান্য ভুলেই হতে পারে আপনার হার্ট অ্যাটাক।

    তা হল জীবনে প্রতিষ্ঠিত হলে সমাজকেও সবসময় কিছু ফিরিয়ে দিতে হয়৷’ চলার পথে প্রয়োজন হলেই রাষ্ট্রপতি হিসাবে রামনাথ কোবিন্দের সুপরামর্শ পেয়েছেন তিনি৷ ভবিষ্যতেও প্রয়োজন হলেও একইভাবে তিনি পরামর্শ নেবেন বলে চিঠিতে উল্লেখ করেছেন। এর পাশাপাশি কোবিন্দের সুস্থ জীবন এবং দীর্ঘায়ু কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments