More
    Homeঅনান্যRampurhat লালনের মৃত্যর তদন্ত ভার নিল সিআইডি, আজ রামপুরহাটে সিবিআই শীর্ষকর্তাও।

    Rampurhat লালনের মৃত্যর তদন্ত ভার নিল সিআইডি, আজ রামপুরহাটে সিবিআই শীর্ষকর্তাও।

    Today Kolkata:- অবশেষে বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের রহস্যমৃত্যুর তদন্তভার নিল সিআইডি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন সিআইডি-র আধিকারিকরা। সোমবার রামপুরহাটে (Rampurhat) সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে লালন শেখের রহস্যমৃত্যুর ঘটনা ঘটে। এই খবর সামনে আসতেই ব্যাপক উত্তেজনা ছড়ায়। আজ, বুধবার রামপুরহাটের ওই ক্যাম্পে যাওয়ার কথা জানান তদন্তকারী ও ফরেন্সিক দলও। মঙ্গলবার রাতে কলকাতায় পৌঁছেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে বৈঠক করেন সিবিআইয়ের অ্যাডিশনাল ডিরেক্টর অজয় ভটনাগর। জানা গিয়েছে, সিআইডির পাশাপাশি লালনের মৃত্যুর ঘটনার সময় সিবিআই ক্যাম্পে উপস্থিত সিবিআই আধিকারিক, কর্মী এবং সিআরপিএফ জওয়ানদের সঙ্গেও কথা বলতে পারেন সিবিআইয়ের এই শীর্ষ কর্তা।

    শেষবার স্বামীকে দেখেনে’, লালনের স্ত্রীকে সোমবার হুমকি ও ৫০ লাখ টাকা চায় সিবিআই! দাবি পরিবারের

    প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার বিকেলে সিবিআই হেপাজতে থাকাকালীন অস্বাভাবিক মৃত্যু হয়েছে বগটুই গণহত্যা কাণ্ডের মূল অভিযুক্ত তৃণমূল নেতা লালন শেখের। সিবিআইয়ের দাবি, আত্মহত্যা করেছে লালন শেখ। কিন্ত তাঁকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ লালনের পরিবারের। তাঁর স্ত্রীর অভিযোগ, ঘটনার দিন দুপুরে লালনকে গ্রামে নিয়ে গিয়ে টাকার বিনিময়ে মামলা সামলে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। লালনকে প্রাণে মারারও হুমকি দেওয়া হয়। এরপরই লালন শেখের মৃত্যুর প্রকৃত কারণ জানতে সিআইডি তদন্তের দাবি জানায় পরিবার। এমনকী, এই ঘটনায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবিও করেছেন লালন শেখের স্ত্রী রেশমা বিবি। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রামপুরহাটে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পের সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসী। ইতিমধ্যেই সিবিআই-এর আধিকারিকদের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। সিআইডি এই ঘটনার তদন্তভার হাতে নেওয়ায় খুশি লালনের পরিবার।

    Rampurhat লালনের মৃত্যর তদন্ত ভার নিল সিআইডি, আজ রামপুরহাটে সিবিআই শীর্ষকর্তাও।

    শেষবার স্বামীকে দেখেনে’, লালনের স্ত্রীকে সোমবার হুমকি ও ৫০ লাখ টাকা চায় সিবিআই! দাবি পরিবারের।

    MORE NEWS – আজ তৃণমূলে কে যোগ দিচ্ছেন? রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে।

    রাজনৈতিক ময়দানে জল্পনার পারদ ক্রমশ চড়ছে। কাঁথির জনসভা থেকে সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘দরজা খুললে বিজেপি দল থাকবে না। ডিসেম্বর মাসেই ছোট করে দরজা খুলব। তখন সবাই বেছে বেছে ঢুকবে।’’ জল্পনা বাড়িয়ে এদিকে তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আজ দুপুর ১টা ১৫ মিনিট  নাগাদ তাদের দলে একজন বিশেষ ব্যক্তি যোগ দিতে চলেছেন। সাউথ অ্যাভিনিউ দিল্লিতে, তৃণমূলের দিল্লির অফিসে সাংসদ সৌগত রায় ও ডেরেক ও’ব্রায়েনের উপস্থিতিতে সেই যোগদান পর্ব হবে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments