More
    HomeখবরTMC আজ তৃণমূলে কে যোগ দিচ্ছেন? রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে।

    TMC আজ তৃণমূলে কে যোগ দিচ্ছেন? রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে।

    Today Kolkata:- TMC রাজনৈতিক ময়দানে জল্পনার পারদ ক্রমশ চড়ছে। কাঁথির জনসভা থেকে সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘দরজা খুললে বিজেপি দল থাকবে না। ডিসেম্বর মাসেই ছোট করে দরজা খুলব। তখন সবাই বেছে বেছে ঢুকবে।’’ জল্পনা বাড়িয়ে এদিকে তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আজ দুপুর ১টা ১৫ মিনিট  নাগাদ তাদের দলে একজন বিশেষ ব্যক্তি যোগ দিতে চলেছেন। সাউথ অ্যাভিনিউ দিল্লিতে, তৃণমূলের দিল্লির অফিসে সাংসদ সৌগত রায় ও ডেরেক ও’ব্রায়েনের উপস্থিতিতে সেই যোগদান পর্ব হবে। কার্যত এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল চর্চা। সেই সঙ্গে রীতিমতো হুশিয়ারি দিয়ে তিনি এও বলেছিলেন, “এই যে ওরা কথায় কথায় বলে, ডিসেম্বর ধামাকা, সরকার পড়ে যাবে। আপনারা জানেন, আমি যদি দরজা খুলে দিই তা হলে এই দলটাই আর থাকবে না।

    তিনদিনের সফরে আজ মেঘের দেশে মমতা ও অভিষেক, লক্ষ্য মেঘালয় নির্বাচন

    কিন্ত আপনাদের ভাবাবেগকে আমি সম্মান দিয়েছি। কারণ দুঃসময়ে মীরজাফর, বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে বুক চিতিয়ে তৃণমূলের কর্মীরা যে ভাবে লড়াই করেছেন তাঁদের মর্যাদা দিয়ে আমি দরজাটা খুলছি না।” এর পাশাপাশি কর্মী সমর্থকদের উদ্দেশে তিনি স্পষ্ট জানান, “যারা প্রায়শ্চিত্ত করে দলের জন্য কাজ করবেন তাঁদের বেছে বেছে তৃণমূলে নেওয়া হবে। তাঁরা কারও মাথার ওপর বসবে না, এই দায়িত্ব আমি নিচ্ছি। আমি আপনাদের কথা দিচ্ছি।” তবে এখন দেখার নতুন কে বা কারা দলে যোগ দেন, কাদেরই বা বেছে বেছে দলে নেয় তৃণমূল নেতৃত্ব।

    TMC আজ তৃণমূলে কে যোগ দিচ্ছেন? রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে।

    জয়ী হয়েছেন স্ত্রী রিভাবা , আনন্দে আত্মহারা হয়ে ঢোল বাজিয়ে , টাকা উড়িয়ে সেলিব্রেট জাদেজার।

    MORE NEWS – শেষবার স্বামীকে দেখেনে’, লালনের স্ত্রীকে সোমবার হুমকি ও ৫০ লাখ টাকা চায় সিবিআই! দাবি পরিবারের।

    সিবিআই হেফাজতে থাকাকালীন অবস্থায় মৃত্যু হয়েছে বগটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের। সোমবারের ওই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এরই মধ্যে লালনের স্ত্রী রেশমা বিবি বিস্ফোরক অভিযোগ তোলেন সিবিআইয়ের বিরুদ্ধে। তাঁর দাবি, সোমবার দুপুরে সিবিআই আধিকারিকরা লালনকে নিয়ে বগটুই গ্রামে যান। সেই সময় সিবিআই আধিকারিকরা লালনকে হেফাজতে নিয়ে খুন করার হুমকি দেন। এমনকী, মামলা সেটল করার জন্য সিবিআই ৫০ লক্ষ টাকা ঘুষ চেয়েছিল বলেও চাঞ্চল্যকর দাবি রেশমার। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments