More
    Homeঅনান্যRare Content Exhibition ১৪-১৬ মে পর্যন্ত তিন দিন ধরে চলবে এই...

    Rare Content Exhibition ১৪-১৬ মে পর্যন্ত তিন দিন ধরে চলবে এই প্রদর্শনী।

    মালদা, ১৪ মে:- দুষ্প্রাপ্য সামগ্রীর প্রদর্শনী (Rare Content Exhibition)। ১৪-১৬ মে পর্যন্ত তিন দিন ধরে চলবে এই প্রদর্শনী। শনিবার দুপুর ১ টা নাগাদ মালদা জেলা পরিষদের বিনয় সরকার অতিথি নিবাসের সভা কক্ষে প্রদীপ প্রজ্জ্বলন করে দুষ্প্রাপ্য সামগ্রী প্রদর্শনীর(Rare Content Exhibition) আনুষ্ঠানিক সূচনা করা হয়। উপস্থিত ছিলেন, মালদা জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, প্রাক্তন মন্ত্রী তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমালা আগারওয়ালা, প্রাক্তন কাউন্সিলর প্রসেনজিৎ দাস সহ অন্যান্য অতিথিরা। প্রাচীন মুদ্রা, লোহার অস্ত্র, পুরনো কলম, চাবির রিং, দেশ্লাই খোপ সহ বিভিন্ন দুষ্প্রাপ্য সামগ্রিক প্রদর্শনীর (Rare Content Exhibition) আয়োজন করা হয় বিনয় সরকার অতিথি নিবাসে। মালদা নিউমিসম্যাটিক এ্যান্ড কালেক্টর ফোরামের উদ্যোগে আয়োজন করা হয় দুষ্প্রাপ্য সামগ্রীর প্রদর্শনী। ১১ জন তাদের সংগ্রহের বিভিন্ন জিনিস নিয়ে এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেন বলে জানা গিয়েছে। প্রদর্শনীর সাফল্য কামনা করে উদ্যোক্তাদের শুভেচ্ছা জানান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।

    Rare Content Exhibition ১৪-১৬ মে পর্যন্ত তিন দিন ধরে চলবে এই প্রদর্শনী।

    MORE NEWS – Congress Office আগুনে ভস্মীভূত কংগ্রেস কার্যালয় সহ বেশ কয়েকটি দোকান।

    Today Kolkata:- গভীর রাতে আগুনে পুড়ে ভস্মীভূত 50 বছরের পুরনো কংগ্রেস কার্যালয় (Congress Office) সহ বেশ কয়েকটি দোকান। দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ কংগ্রেসের। ঘটনাটি ঘটেছে নদীয়ার নাকাশিপাড়া থানার বিল্লগ্রাম অঞ্চল এর যুগ পুর বাজার এলাকায়। জানা যায় 50 বছরের পুরনো নাকাশিপাড়া থানার যোধপুর বাজারে একটি কংগ্রেসের কার্যালয় (Congress Office) রয়েছে। প্রতিদিন নিয়মিত ওই কার্যালয়টি খুলে দলের বিভিন্ন কাজকর্ম নিয়ে আলোচনা করত কংগ্রেস কর্মীরা। কার্যালয় কি বাজারের মধ্যে অবস্থিত হওয়ায় তাঁর সমগ্র বেশ কয়েকটি দোকান রয়েছে। গতকাল প্রতিদিনের মতো রাত আনুমানিক 9:00 টা নাগাদ কার্যালয় বন্ধ করে বাড়ি চলে যায় কংগ্রেস নেতৃত্বরা। CONTINUE READING

    Kashi Biswanath Mandir জ্ঞানবাপী মসজিদ চত্বরে সমীক্ষা চালানোর তৃতীয় দিনে শিবলিঙ্গ পাওয়া গেল।

    Accident শান্তিপুর ৩৪ নম্বর জাতীয় সড়কে আবারো ভয়াভহ পথ দুর্ঘটনার শিকার দুই বাইক আরোহী।

    Firhad Hakim ভোট-পরবর্তী হিংসায় অভিজিৎ সরকারের মামলায় বিধায়ক পরেশ পাল কে সিবিআই তলব।

    Barackpur বারাকপুরের বিরিয়ানির দোকানে দুষ্কৃতীদের গুলি, আহত 2,এলাকায় উত্তেজনা,ঘটনাস্থলে পুলিশ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments