More
    Homeঅনান্যCongress Office আগুনে ভস্মীভূত কংগ্রেস কার্যালয় সহ বেশ কয়েকটি দোকান।

    Congress Office আগুনে ভস্মীভূত কংগ্রেস কার্যালয় সহ বেশ কয়েকটি দোকান।

    Today Kolkata:- গভীর রাতে আগুনে পুড়ে ভস্মীভূত 50 বছরের পুরনো কংগ্রেস কার্যালয় (Congress Office) সহ বেশ কয়েকটি দোকান। দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ কংগ্রেসের। ঘটনাটি ঘটেছে নদীয়ার নাকাশিপাড়া থানার বিল্লগ্রাম অঞ্চল এর যুগ পুর বাজার এলাকায়। জানা যায় 50 বছরের পুরনো নাকাশিপাড়া থানার যোধপুর বাজারে একটি কংগ্রেসের কার্যালয় (Congress Office) রয়েছে। প্রতিদিন নিয়মিত ওই কার্যালয়টি খুলে দলের বিভিন্ন কাজকর্ম নিয়ে আলোচনা করত কংগ্রেস কর্মীরা। কার্যালয় কি বাজারের মধ্যে অবস্থিত হওয়ায় তাঁর সমগ্র বেশ কয়েকটি দোকান রয়েছে। গতকাল প্রতিদিনের মতো রাত আনুমানিক 9:00 টা নাগাদ কার্যালয় বন্ধ করে বাড়ি চলে যায় কংগ্রেস নেতৃত্বরা। রাত্রি সারে বারোটা নাগাদ তাদের কাছে পুনরায় খবর আছে কার্যালয়ে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে।

    ঘটনাস্থলে এসে দেখে দাউদাউ করে জ্বলছে কার্যালয়(Congress Office)। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল কর্মী এবং নাকাশিপাড়া থানার পুলিশ। প্রায় ঘন্টা দুয়েক এর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কংগ্রেস কার্যালয়(Congress Office) পুরোপুরি ভস্মীভূত হয়ে যাওয়ার পাশাপাশি কার্যালয় বেশ কয়েকটি দোকানে আগুন পুড়ে গেছে। কংগ্রেস নেতৃত্ব অনুমান দুষ্কৃতিকারী এই কর্মকাণ্ড ঘটিয়েছে। এ বিষয়ে নাকাশিপাড়া কংগ্রেসের ব্লক সভাপতি পুলক সিংহ বলেন, এর পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে দুষ্কৃতিরাই এই ঘটনা ঘটিয়েছে। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেফতার না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ।

    Congress Office আগুনে ভস্মীভূত কংগ্রেস কার্যালয় সহ বেশ কয়েকটি দোকান।

    MORE NEWS – Forest Department স্কুল ব্যাগের মধ্যে বিশাল আকারের সাপ।

    Today Kolkata:- জানাযায় এদিন কুঠিঘাট এলাকার একটি ব্যাগ এর দোকানর দোকানি স্কুল ব্যাগ বিক্রি করতে গিয়ে আঁতকে উঠেন, চিৎকার করে দোকানের বাইরে বেরিয়ে আসেন, হুলুস্থুল কাণ্ড পড়ে যায় এলাকায়। জানাযায় ওই দোকানের মধ্যে একটি স্কুল ব্যাগের মধ্যে একটি বিশাল আকারের সাপ গর্জন করছে। দ্রুত খবর দেয়া হয় বনদপ্তরে (Forest Department) খবর পেয়ে বনদপ্তরের রিকভারি টিমের সদস্য মলয় ঘোষ গিয়ে সাপ উদ্ধার করে নিয়ে আসে। বনদপ্তর (Forest Department) সূত্রে খবর রাজ্যের সড়কের ধারে দোকান কোনক্রমে দোকানের ভিতরে ঢুকে গিয়েছিল সাপটি।  এমনকি স্কুল ব্যাগের চেন খোলা থাকায় ব্যাগের মধ্যে প্রবেশ করে সাপ। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments