More
    Homeঅনান্যForest Department স্কুল ব্যাগের মধ্যে বিশাল আকারের সাপ।

    Forest Department স্কুল ব্যাগের মধ্যে বিশাল আকারের সাপ।

    Today Kolkata:- জানাযায় এদিন কুঠিঘাট এলাকার একটি ব্যাগ এর দোকানর দোকানি স্কুল ব্যাগ বিক্রি করতে গিয়ে আঁতকে উঠেন, চিৎকার করে দোকানের বাইরে বেরিয়ে আসেন, হুলুস্থুল কাণ্ড পড়ে যায় এলাকায়। জানাযায় ওই দোকানের মধ্যে একটি স্কুল ব্যাগের মধ্যে একটি বিশাল আকারের সাপ গর্জন করছে। দ্রুত খবর দেয়া হয় বনদপ্তরে (Forest Department) খবর পেয়ে বনদপ্তরের রিকভারি টিমের সদস্য মলয় ঘোষ গিয়ে সাপ উদ্ধার করে নিয়ে আসে। বনদপ্তর (Forest Department) সূত্রে খবর রাজ্যের সড়কের ধারে দোকান কোনক্রমে দোকানের ভিতরে ঢুকে গিয়েছিল সাপটি।  এমনকি স্কুল ব্যাগের চেন খোলা থাকায় ব্যাগের মধ্যে প্রবেশ করে সাপ। আর  ব্যাগ বিক্রি করতে গিয়ে এই কাণ্ড। বনদপ্তর (Forest Department) সূত্রে খবর সাপটির শারীরিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হবে জঙ্গলে।

    Forest Department স্কুল ব্যাগের মধ্যে বিশাল আকারের সাপ।

    MORE NEWS – Bhoba Paglar Mela উপলক্ষে গঙ্গার ফেরিঘাটে পুলিশি কড়া নিরাপত্তার ব্যবস্থা।

    Today Kolkata:- বিগত কয়েক বছর আগে নৌকাডুবির দুর্ঘটনার কথা মাথায় রেখে শান্তিপুর নৃসিংহপুর কালনা ফেরিঘাটে বৈশাখের শেষ শনিবার ভবা পাগলার মেলা (Bhoba Paglar Mela) উপলক্ষে বিশেষ পুলিশি তৎপরতা। ঘটনার বিবরণে জানা যায়, বেশ কিছু বছর আগে এই ভবা পাগলার মেলাকে (Bhoba Paglar Mela)  কেন্দ্র করেই অগণিত মানুষের ভিড় হয়েছিল নৃসিংহপুর ফেরিঘাটে। দূরদূরান্ত থেকে প্রচুর ভক্ত সমাগম ঘটে এই ঘাটে, তারপরে বেশ কিছুক্ষণ বৃষ্টির কারণে ঘাট পারাপার বন্ধ থাকে, কিন্তু তারপরেই ঘাটে পারাপার চালু হতেই কালনা ফেরিঘাটের একটি নৌকা পৌঁছায় যাত্রীদের পারাপারের জন্য। তখনই যাত্রীদের হুড়োহুড়িতে নৌকাটি বেসামাল হয়ে জলে পাল্টি খায়, এবং ঘটনাস্থলে নৌকায় থাকা সমস্ত যাত্রী জলে তলিয়ে যায়। এরপর প্রাণে বাঁচতে একে অপরকে জড়িয়ে ধরে, কেউবা পারে থাকা মানুষদের, CONTINUE READING

    Govt School সহকারী স্কুলের শিক্ষক, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে করছেন চুটিয়ে প্রাইভেট টিউশন।

    Bangiya sarno shilpi samity অসহায় স্বর্ণ শিল্পীর পরিবারের পাশে দাঁড়াল বঙ্গীয় স্বর্ণ শিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির সদস্যরা।

    Kalavaishakhi storm ভয়াবহ কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় বামনগোলা ব্লকের বেশ কিছু এলাকায়।

    Nabagram Abdul Hasen Seva Samity পক্ষ থেকে ১০০ জন মানুষদেরকে সম্বর্ধনা দেওয়া হল।

    গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments