More
    HomeখবরSaugata Roy দলের অন্তরে দুর্নীতি, আক্ষেপ প্রকাশ সৌগতর৷

    Saugata Roy দলের অন্তরে দুর্নীতি, আক্ষেপ প্রকাশ সৌগতর৷

    Today Kolkata:- এই পুজোর আগে আমাদের দলে কিছু দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। দলের কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। অনেককে গ্রেফতারও করা হয়েছে। এতে কর্মীদের মনে আঘাত লেগেছে৷ দলের নেতাদের দুর্নীতি নিয়ে এইভাবেই সরব হলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং মন্ত্রী৷ বরানগরে তৃণমূলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দলের নেতাদের একাংশের দুর্নীতি নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন প্রবীণ সাংসদ সৌগত রায় (Saugata Roy)৷ রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক অবশ্য স্পষ্ট জানিয়েছেন, ব্যক্তিগত দুর্নীতির দায় দলের নয়৷ সম্প্রতি বরানগরে একটি বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দেন দমদমের সাংসদ সৌগত রায়।

    ওই অনুষ্ঠানের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে সৌগত রায়কে দলের নেতাদের দুর্নীতিতে জড়িয়ে পড়া নিয়ে আক্ষেপ করতে শোনা যায়৷ বেআইনি নিয়োগ সংক্রান্ত বিষয়েও মুখ খোলেন তিনি। আক্ষেপের সঙ্গে আরও বলেন, ‘আমি ব্যথিত হই যখন দেখি দলেরই কেউ কেউ দুর্নীতিতে জড়িয়ে পড়ছে৷ যাদের ছোট থেকে দেখলাম, তারা কখন দুর্নীতি পরায়ণ হয়ে পড়ল, তা টেরই পেলাম না৷ এসব দেখে আমি দুঃখিত, ব্যথিত হই৷’ (যদিও ভিডিও-র সত্যতা যাচাই করেনি পিসি নিউজ বাংলা)৷ উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি কাণ্ডে আপাতত জেল হেফাজত তৃণমূলের একদা অন্যতম শীর্ষ নেতা এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের৷ গ্রেফতার হয়েছেন মানিক ভট্টাচার্যও৷ তালিকা নাম আছে আরো অনেকের।

    Saugata Roy দলের অন্তরে দুর্নীতি, আক্ষেপ প্রকাশ সৌগতর৷

    Supreme Court প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে মানিককে অপসারণে স্থগিতাদেশ, জানাল সুপ্রিম কোর্ট।

    TET Passed Candidate রাস্তায় কাটালেন রাত, চাকরির দাবিতে পর্ষদের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ জারি টেট-উত্তীর্ণদের।

    Sudip Bandhyapadhya vs Tapas Roy ডোবারম্যান মানুষ নয়, কুকুরই হয়!’ আক্রমণের সুরেই তাপসকে জবাব সুদীপের।

    গরু পাচার কাণ্ডে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল৷ এমন পরিস্থিতিতে সৌগত রায়ের এই বক্তব্য তাই আত্ম সমালোচনার সমান৷ এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিকও। বক্তব্য তিনি বলেন, ‘একজন চিকিৎসক ভুল চিকিৎসা করলে কি পরিবারের কাউকে ডাক্তার দেখাতে পাঠাবো না? একজন শিক্ষক খারাপ হলে নিজেদের সন্তানকে কোনও শিক্ষকের কাছে পাঠাবো না? ঠিক তেমনই তৃণমূলের কোনও নেতা ভুল করলে সেই দায় কখনোই দলের হতে পারে না৷’

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments