More
    Homeঅনান্যShantipur জমি সংক্রান্ত বিবাদের জেরে বড় ছেলের বউয়ের হাতে আক্রান্ত বৃদ্ধা...

    Shantipur জমি সংক্রান্ত বিবাদের জেরে বড় ছেলের বউয়ের হাতে আক্রান্ত বৃদ্ধা শাশুড়ি।

    Today Kolkata:- জমি সংক্রান্ত বিবাদের জেরে বড় ছেলের বউয়ের হাতে আক্রান্ত বৃদ্ধা শাশুড়ি। শান্তিপুর (Shantipur) ফুলিয়ার কৃষি পল্লী এলাকার বাসিন্দা পুষ্প রানী দাস বয়স আনুমানিক ৭৫ বছর। তার অভিযোগ তার স্বামী মারা গেছেন বেশ কয়েক বছর আগে, তারপর থেকেই তার বড় ছেলের বউ তার স্বামীর নামের জায়গাটুকু জোরপূর্বক লিখিয়ে নেওয়ার চেষ্টা করেন তার কাছ থেকে। তিনি প্রতিবাদ করলে এর আগেও তাকে বেধড়ক মারধর করে, যদিও বড় ছেলে কোন রকম প্রতিবাদ করেনা বলেই দাবি তার। তার ছোট ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন। রবিবার সকালে একই ঘটনায় তার বড় ছেলের বউ হঠাৎ তাঁর উপর চড়াও হয়, এরপর বৃদ্ধা শাশুড়ি পুষ্প রানী দাসকে বেধড়ক মারধর করে।

    পুষ্প রানী দাসের ছোট ছেলে ঠকাতে গেলে তাকেও বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এই ঘটনায় রবিবার বৌমার বিরুদ্ধে অভিযোগ করতে শান্তিপুর থানার দ্বারস্থ হয় আক্রান্ত বৃদ্ধা শাশুড়ি পুষ্প রানী দাস এরপর লিখিত অভিযোগ দায়ের করে শান্তিপুর থানায়। যদিও অভিযোগের ভিত্তিতে তদন্তে শান্তিপুর থানার পুলিশ। বৌমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পরে আক্রান্ত পুষ্প রানী দাস বলেন, জমিটি জোরপূর্বক লিখে নেওয়ার চেষ্টা করে তার বৌমা তিনি দিতে রাজি না হলে তাকে খেতে পর্যন্ত দেয়না। প্রতিদিনের বৌমার অত্যাচারে অতিষ্ঠ এখন তিনি।

    Shantipur জমি সংক্রান্ত বিবাদের জেরে বড় ছেলের বউয়ের হাতে আক্রান্ত বৃদ্ধা শাশুড়ি।

    WB health department আগামী ২০২৪ সালের মধ্যে যক্ষামুক্ত বাংলা গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে।

    Ranaghat রানাঘাট শহরে স্বামী বিবেকানন্দের পুর্নাবয়ব একটি মুর্তির আবক্ষ্য উন্মোচন করা হয়।

    MORE NEWS – বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে হিলি ব্লকের মনোরম পরিবেশে অঙ্কন প্রতিযোগিতা।

    দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকে আজ বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষে নানান রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠান গুলোর মধ্যে অন্যতম হলো মনোরম পরিবেশে অঙ্কন প্রতিযোগিতা। স্থানীয় ছাত্র-ছাত্রীদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ব্লক প্রশাসনের নিজস্ব ক্যাম্পাস এর মধ্যেই অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। যাকে ঘিরে রীতিমতো উৎসাহ দেখা যায় ছাত্রছাত্রীদের তথা অভিভাবকদের মধ্যে। এরপর এলাকায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একটি সচেতনতামূলক র়্যালির আয়োজন করা হয়। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments