More
    Homeঅনান্যSkin burn ভাদ্রের চড়া রোদে সানবার্নের সমস্যা? পুজোয় নিখুঁত ত্বক পেতে রইল...

    Skin burn ভাদ্রের চড়া রোদে সানবার্নের সমস্যা? পুজোয় নিখুঁত ত্বক পেতে রইল ঘরোয়া উপায়।

    Today Kolkata:- Skinburn আর মাত্র দিন কয়েক পরেই পুজো। এই সময় পুজো উদ্যোক্তা ও প্রতিমা গড়ার কাজে শিল্পীদের ব্যস্ততা তুঙ্গে। অন্যদিকে পুজোর সময় নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে সকলের নজর কাড়তে ইতিমধ্যে পার্লারে একটু একটু করে ভিড় হতে শুরু করেছে। তবে পার্লারে গিয়ে রূপচর্চা করার সময় সকলের হাত থেকে থাকে না। এদিকে পুজোর আগে ত্বকের যত্ন নেওয়া জরুরি। বেশ কিছু ঘরোয়া টোটকা রয়েছে যা পুজোর আগে আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে। সারা বছর যারা বাড়ির বাইরে চাকরিতে বের হন তাদের সানবার্ন হওয়া খুব স্বাভাবিক। তাই পুজোর সময় এর হাত থেকে রক্ষা পেতে মেনে চলুন কিছু ঘরোয়া উপায়। সানট্যান দূর করুন গোলাপের পাপড়ি দিয়ে।

    ভাদ্র মাসে চড়া রোদে ত্বকের দফারফা অবস্থা। সানস্ক্রিন ব্যবহার করেও সান ট্যানের সমস্যা সহজে মিটছে না। অনেকে আবার সান বার্নের সমস্যাতেও ভোগেন। পুজোর আগে এই সমস্যা থেকে মুক্তি পেতে গোলাপের পাপড়ি ব্যবহার করুন। কাজ দেবে একেবারে ম্যাজিকের মত কয়েকটা গোলাপের পাপড়ি সামান্য থেঁতো করে নিন। এবার এতে সামান্য গোলাপ জল, শসার রস এবং আমন্ড অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণটি ২-৩ মিনিটের জন্য ফ্রিজে রাখুন। তারপর মিশ্রণটি ত্বকের উপর ঘষে নিন আলতো হাতে। এই মিশ্রণটি সপ্তাহে দু’বার ব্যবহার করলেই সান বার্নের সমস্যা দূর হয়ে যাবে। পুজোয় আপনার ত্বক দেখাবে একেবারে উজ্জ্বল।

    Skin burn ভাদ্রের চড়া রোদে সানবার্নের সমস্যা? পুজোয় নিখুঁত ত্বক পেতে রইল ঘরোয়া উপায়।

    MORE NEWS – পুজোর মুখে নিম্নচাপের তাণ্ডব, রাজ্যে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি।

    বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ। পশ্চিম মধ্য ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এই নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হবে। আগামী ৪৮ ঘণ্টায় এটি আরও শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। প্রশাসনের তরফে ইতিমধ্যে রাজ্যে জারি করা হয়েছে হলুদ সর্তকতা। আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, এই নিম্নচাপের কারণে উপকূলের জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বেশি বৃষ্টি হতে পারে রবিবার এবং সোমবার। সোমবার পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝড়ো হাওয়া। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments