More
    Homeঅনান্যWeather update WB পুজোর মুখে নিম্নচাপের তাণ্ডব, রাজ্যে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা...

    Weather update WB পুজোর মুখে নিম্নচাপের তাণ্ডব, রাজ্যে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি।

    Today Kolkata:- Weather update WB বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ। পশ্চিম মধ্য ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এই নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হবে। আগামী ৪৮ ঘণ্টায় এটি আরও শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। প্রশাসনের তরফে ইতিমধ্যে রাজ্যে জারি করা হয়েছে হলুদ সর্তকতা। আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, এই নিম্নচাপের কারণে উপকূলের জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বেশি বৃষ্টি হতে পারে রবিবার এবং সোমবার। সোমবার পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝড়ো হাওয়া। নিম্নচাপের প্রভাবে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও বাংলা উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তাল হয়ে পারে উত্তর বঙ্গোপসাগর।

    সমুদ্রের ভেতরে ৪৫-৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইবে। যার প্রভাবে মৎস্যজীবীদের ক্ষতি হওয়ার আশঙ্কা। শুক্রবার সন্ধ্যায় মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসতে পরামর্শ দিয়েছে প্রশাসন। শনিবার-মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতরের। এর পাশাপাশি পর্যটকদের জন্য সতর্ক থাকার পরামর্শ আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় শনিবার-মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগণা এবং দুই মেদিনীপুরে। রবি ও সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি বৃষ্টিপাতের আশঙ্কা দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর এবং হাওড়া জেলার কিছু অংশে।

    Weather update WB পুজোর মুখে নিম্নচাপের তাণ্ডব, রাজ্যে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি।

    Weather update বুধবার বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা, কলকাতা সহ জেলার ওয়েদার আপডেট।

    Hinnamonor strom ঘণ্টায় প্রায় ২৫৭ কিলোমিটার বেগ ধেয়ে আসছে হিন্নামনর, চরম সতর্কতা জারি।

    Weather update uttarbanga একের পর এক ঘূর্ণাবর্ত-নিম্নচাপ, ফের প্রবল বৃষ্টিতে ভাসবে রাজ্য।

    Weather update rain আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস।

    অন্যদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সর্তকতা কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, নদিয়া এবং মুর্শিদাবাদে। মঙ্গলবারেও ভারী বৃষ্টি হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ, দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এবং পুরুলিয়ায়। আর দিন কয়েক পরেই দুর্গাপুজো। ঠিক তার কয়েকদিন আগেই পুজো উদ্যোক্তা এবং সাধারণ মানুষের কেনাকাটার কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে এই নিম্নচাপ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments