More
    Homeঅনান্যWeather update uttarbanga একের পর এক ঘূর্ণাবর্ত-নিম্নচাপ, ফের প্রবল বৃষ্টিতে ভাসবে রাজ্য।

    Weather update uttarbanga একের পর এক ঘূর্ণাবর্ত-নিম্নচাপ, ফের প্রবল বৃষ্টিতে ভাসবে রাজ্য।

    Today Kolkata:- Weather update uttarbanga রাজ্যজুড়ে শুরু হয়েছে বৃষ্টি। কোথাও হালকা থেকে মাঝারি, আবার কোথাও বা ভারী বৃষ্টি চলছে অবিরাম। শুক্রবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। কালিম্পং জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টি আশঙ্কা। তবে তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। বরং বৃহস্পতিবার ও শুক্রবার বাড়বে তাপমাত্রা। এই পাশাপাশি জলীয় বাষ্প বেশী থাকায় অস্বস্তি সহ্য করতে হবে সাধারণ মানুষকে। বৃহস্পতিবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮২-৯৫ শতাংশ। বৃষ্টি হয়েছে ২.৩ মিলিমিটার। শনি ও রবিবার উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ এবং দুই দিনাজপুরে।

    Weather update rain আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস।

    উত্তরবঙ্গ সিকিম বিহার, ছত্রিশগড় ও কর্নাটকে ভারী বৃষ্টি হতে পারে। শনিবার দার্জিলিং, কোচবিহার এবং দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। দক্ষিণবঙ্গে শনিবার থেকে বৃষ্টি কিছুটা বাড়বে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আগামী ৭২ ঘণ্টা বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের উপকূলে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এই ঘূর্ণাবর্তটিও ক্রমশ পশ্চিমের দিকে সরে যাবে। এ ছাড়া তামিলনাড়ুতে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আবার রাজস্থানেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সঙ্গে নিম্নচাপ। আগামী ২৪ ঘন্টায় ওড়িশা জম্মু-কাশ্মীর এবং হিমাচল প্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণ ভারতের তামিলনাডু কেরল ও মাহেতে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস।

    Weather update uttarbanga একের পর এক ঘূর্ণাবর্ত-নিম্নচাপ, ফের প্রবল বৃষ্টিতে ভাসবে রাজ্য।

    MORE NEWS – এবার থেকে উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশন হবে অনলাইনেই।

    রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেনীর পড়ুয়াদের যে কোনও আবেদন, ফি জমা দেওয়া এবং এই সংক্রান্ত কাজকর্মের জন্য নয়া ওয়েবসাইট চালু করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। শুক্রবার থেকেই তা কার্যকরী করা হবে। জানা গিয়েছে, এবার থেকে এই ওয়েবসাইটের মাধ্যমেই রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে পারবে উচ্চমাধ্যমিক পড়ুয়ারা। স্কুলে আসতে হবে না। যদিও প্রশ্ন থাকছে গ্রামীণ এলাকার পড়ুয়া যাঁরা টেক সেভি নয়, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments