More
    Homeঅনান্যWBCHSC এবার থেকে উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশন হবে অনলাইনেই।

    WBCHSC এবার থেকে উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশন হবে অনলাইনেই।

    Today Kolkata:- WBCHSC রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেনীর পড়ুয়াদের যে কোনও আবেদন, ফি জমা দেওয়া এবং এই সংক্রান্ত কাজকর্মের জন্য নয়া ওয়েবসাইট চালু করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। শুক্রবার থেকেই তা কার্যকরী করা হবে। জানা গিয়েছে, এবার থেকে এই ওয়েবসাইটের মাধ্যমেই রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে পারবে উচ্চমাধ্যমিক পড়ুয়ারা। স্কুলে আসতে হবে না। যদিও প্রশ্ন থাকছে গ্রামীণ এলাকার পড়ুয়া যাঁরা টেক সেভি নয়, তাঁরা নিজেরা বাড়িতে বসে এই ফর্ম পূরণ করতে পারবে কিনা। তাছাড়া সেখানে ইন্টারনেট পরিষেবা নিয়েও প্রশ্ন থাকছে। যদিও নবান্নের তরফে আশ্বাস দিয়ে বলা হয়েছে, বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে সেখানকার পড়ুয়ারা বিনামূল্যেই এই ওয়েবসাইটে প্রয়োজনীয় কাজ সারতে পারবে।

    ওয়েবসাইটটি হল- www.wbchse.wb.gov.in। এই প্রসঙ্গে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, নতুন ওয়েবসাইট চালু হলেও পুরাতন ওয়েবসাইট অর্থাৎ www.wbchse.nic.in আরও কিছুদিন চালু রাখা হবে। শিক্ষক-শিক্ষিকা, প্রধান শিক্ষক এবং ছাত্রছাত্রীদের সুবিধার্থে এই পোর্টাল চালু হচ্ছে। প্রথম ধাপে অনলাইন রেজিস্ট্রেশন দিয়ে এই পরিষেবা চালু করা হবে। দ্বিতীয় ধাপে স্কুলের আসন বৃদ্ধি থেকে শুরু করে যাবতীয় পরিষেবাই মিলবে। রেজিস্ট্রেশনের জন্য ছাত্রছাত্রীদের ছবি, সই, রক্তের গ্রুপ ইত্যাদি তথ্য আপলোড করতে হবে। মূলত উচ্চ মাধ্যমিকের কাজে আরও গতি আনতেই অনলাইনে যাবতীয় কাজের সিদ্ধান্ত নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

    WBCHSC এবার থেকে উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশন হবে অনলাইনেই।

    Weather update uttarbanga একের পর এক ঘূর্ণাবর্ত-নিম্নচাপ, ফের প্রবল বৃষ্টিতে ভাসবে রাজ্য।

    Weather Update Mousumu rekha দিঘার ওপর দিয়ে সক্রিয় মৌসুমী রেখা, তুমুল বৃষ্টির পূর্বাভাস।

    Demonetisation নজরে নোট বন্দির টাকা বদল, ইডি’র স্ক্যানারে প্রভাবশালীদের অ্যাকাউন্ট।

    MORE NEWS – জেলে প্রথম রাত কেমন কাটল ফিশচুলার রোগী অনুব্রত মণ্ডলের?

    আপাতত আগামী ১৪ দিন আসানসোল সংশোধনাগারই (Asanson Jail) তাঁর ঠিকানা। বিচারকের নির্দেশ মতো এই হাইপ্রোফাইল বন্দির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করে ফেলেছেন কারা কর্তৃপক্ষ।জেলে প্রথম রাত কেমন কাটল তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ? কী করলেন ? কী খেলেন বীরভূমের এত বড় নেতা ? কেমনই বা আছেন ফিশচুলার সমস্যার জর্জরিত অনুব্রত ? বুধবার আসানসোলের সিবিআই আদালতে তাঁকে পেশ করার পর শুনানি শেষে জেল হেফাজতের উদ্দেশ্যে গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয় সংশোধনাগার। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments