More
    HomeখবরAsansol Jail জেলে প্রথম রাত কেমন কাটল ফিশচুলার রোগী অনুব্রত মণ্ডলের?

    Asansol Jail জেলে প্রথম রাত কেমন কাটল ফিশচুলার রোগী অনুব্রত মণ্ডলের?

    Today kolkata:– আপাতত আগামী ১৪ দিন আসানসোল সংশোধনাগারই (Asanson Jail) তাঁর ঠিকানা। বিচারকের নির্দেশ মতো এই হাইপ্রোফাইল বন্দির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করে ফেলেছেন কারা কর্তৃপক্ষ।জেলে প্রথম রাত কেমন কাটল তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ? কী করলেন ? কী খেলেন বীরভূমের এত বড় নেতা ? কেমনই বা আছেন ফিশচুলার সমস্যার জর্জরিত অনুব্রত ? বুধবার আসানসোলের সিবিআই আদালতে তাঁকে পেশ করার পর শুনানি শেষে জেল হেফাজতের উদ্দেশ্যে গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয় সংশোধনাগার। সূত্রের খবর, অনুব্রত মণ্ডলকে আসানসোলের বিশেষ সংশোধনাগারের হাসপাতাল ওয়ার্ডে রাখা হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। আগামী ৩-৪ দিন এই ওয়ার্ডেই থাকবেন অনুব্রত। রাতের খাবার হিসেবে বন্দিদের যা দেওয়া হয়েছিল, একই খাবার দেওয়া হয় অনুব্রতকে। রুটি ডাল আর সবজি খেয়েছেন। তবে ফিশচুলার সমস্যা নিয়ে চিন্তায় পড়েছেন তিনি।

    আসানসোল জেলে কমোড নেই। অনুব্রতর অর্শের সমস্যা দীর্ঘদিনের। গরুপাচার মামলায় গ্রেফতারের আগেই শোনা গিয়েছিল, ফিশচুলার অস্ত্রোপচার করাতে হতে পারে অনুব্রত মণ্ডলকে। জেল সূত্রে খবর, আদালতের নির্দেশ মেনে অনুব্রত মণ্ডলকে জেল চিকিৎসকের কড়া নজরদারিতে রাখা হবে৷ প্রত্যেকদিন অনেকগুলি ওষুধ খান তিনি। রাতে ঘুমানোর আগে বিশেষ যন্ত্রের সাহায্যে নেবুলাইজার এবং অক্সিজেন মাস্কও লাগে। এছাড়া যে কোনও সময় প্রয়োজন হয় ইনহেলার ও অক্সিজেন মাস্কের। তাই অনুব্রতর চিকিৎসার জন্য যা যা প্রয়োজন, তা সঠিকভাবে পালনের জন্য সংশোধনাগারের সুপারিন্টেন্ডেন্টকে নির্দেশ দিয়েছেন সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। জানা যায়, অনুব্রত মণ্ডলের জন্য আপাতত একটি খাট এবং টেবিল ফ্যানের ব্যবস্থা করা হয়েছে৷ জেলে আসার পর কারও সঙ্গে কথা বলেননি অনুব্রত। বেশি রাত পর্যন্ত জেগে ছিলেন। তবে ওষুধ খাওয়ার পর ঘুমিয়ে পড়েন।

    Asansol Jail জেলে প্রথম রাত কেমন কাটল ফিশচুলার রোগী অনুব্রত মণ্ডলের?

    MORE NEWS – মমতা বন্দ্যোপাধ্যায় অনেক করেছেন, কৃতজ্ঞতা প্রকাশ আত্মবিশ্বাসী অনুব্রতর।

    আজ বুধবারই অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal)১৪ দিনের সিবিআই হেফাজত শেষ হচ্ছে৷ সূত্র মারফত জানা যায়, তাঁকে জেল হেফাজতে পাঠিয়ে জেরা করার জন্য এদিন আদালতের কাছে আবেদন করতে চলেছে সিবিআই৷ কিন্ত এতদিন সিবিআই হেফাজতে থাকাকালীন তাঁকে দেখে মনে হত অসুস্থ, মানসিকভাবে বিধ্বস্ত৷ তবে এদিন সকালে একবারেই উল্টো ছবি। বদলে গেল অনুব্রত মণ্ডলের শরীরী ভাষা৷ CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments