More
    Homeঅনান্যWeather update rain আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস।

    Weather update rain আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস।

    Today Kolkata:- Weather update rain রাতের বিভিন্ন জেলার গত কয়েকদিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত লেগেই আছে। বুধবার ভোর থেকে ফের শুরু হয়েছে বৃষ্টিপাত। ভোরের আলো ফুটতেই কলকাতা সহ বিভিন্ন জেলার আকাশ কালো মেঘে ঢাকা। বুধবার দিনভর রাজ্যজুড়েই অবিরাম বৃষ্টি হতে পারে। রাজ্যের বিভিন্ন জায়গা হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। জানা গিয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী অঞ্চল, দূই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই ২৪ পরগনা ও হাওড়ায়। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই সঙ্গে বইতে পারে ঝড়ো হাওয়া। বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গ বৃষ্টি ভেজা পরিস্থিতি চললেও উত্তরবঙ্গে ধীরে ধীরে কমতে পারে বৃষ্টিপাত। বাড়তে পারে তাপমাত্রা।

    Weather update rain আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস।

    High Court Kolkata অসুস্থতার যুক্তি মানল না আদালাত, ফের সিবিআই হেফাজতে অনুব্রত।

    MORE NEWS – কার সিবিআই জানি না, পাবলিকের টাকায় চলছে’, বিস্ফোরক মন্তব্য দিলীপের।

    ‘কার সিবিআই দেখার দরকার নেই৷ পাবলিকের টাকায় চলছে, খারাপ লাগলে বলতে পারব না?’ সিবিআইয়ের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে এই মন্তব্য করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)৷ তাঁর এই মন্তব্যে বেজায় অস্বস্তিতে রাজ্য বিজেপি৷ যদিও তাতে আমল দিতে নারাজ দিলীপ ঘোষ। উল্টে নিজের অবস্থানেই অনড় তিনি। তিনি এও বলেন, ‘সাধারণ মানুষের জন্য রাজনীতি করি৷ রাজ্যে পরিবর্তনের জন্য লড়াই করছি৷ কাউকে সন্তুষ্ট করার জন্য নয়।’ প্রায় একমাস ধরে রাজ্যে নতুন করে সক্রিয় হয়েছে ইডি এবং সিবিআই৷ CONTINUE READING

    MORE NEWS – মমতা বন্দ্যোপাধ্যায় অনেক করেছেন, কৃতজ্ঞতা প্রকাশ আত্মবিশ্বাসী অনুব্রতর।

    আজ বুধবারই অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal)১৪ দিনের সিবিআই হেফাজত শেষ হচ্ছে৷ সূত্র মারফত জানা যায়, তাঁকে জেল হেফাজতে পাঠিয়ে জেরা করার জন্য এদিন আদালতের কাছে আবেদন করতে চলেছে সিবিআই৷ কিন্ত এতদিন সিবিআই হেফাজতে থাকাকালীন তাঁকে দেখে মনে হত অসুস্থ, মানসিকভাবে বিধ্বস্ত৷ তবে এদিন সকালে একবারেই উল্টো ছবি। বদলে গেল অনুব্রত মণ্ডলের শরীরী ভাষা৷ সকালে নিজাম প্যালেসের সিবিআই দফতর থেকে অনুব্রত মণ্ডলকে বের করার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছে, অনেক করেছেন!’ CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments