More
    HomeখবরKolkata High Court জোর অনুদান নিয়ে তৃতীয় জনস্বার্থ মামলা হাই কোর্টে।

    Kolkata High Court জোর অনুদান নিয়ে তৃতীয় জনস্বার্থ মামলা হাই কোর্টে।

    Today Kolkata:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বছরও রাজ্যের ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা প্রদান ও বিদ্যুৎ বিলে ৬০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা করেছেন। আর এই নিয়ে বৃহস্পতিবার ফের জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাই কোর্টে (Kolkata High Court)। এই নিয়ে তৃতীয়বার জনস্বার্থ মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। সৌরভ দত্ত নামে দুর্গাপুরের এক বাসিন্দা মামলাটি করেছেন। আগামীকাল অর্থাৎ শুক্রবার এই মামলার শুনানির হতে পারে। মহার্ঘ ভাতা না দিয়ে কেন অনুদান ? সৌরভের আইনজীবী শামিম আহমেদেরদাবি এই প্রশ্ন তোলেন। এই অনুদান কোন বৃহত্তর জনস্বার্থে লাগবে? অবিলম্বে রাজ্যকে এই সিদ্ধান্ত প্রত্যাহারের নির্দেশ দিক আদালত। এই আবেদন জানিয়ে, হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মামলাকারী। এর আগে বুধবার জোড়া মামলা দায়ের হয়েছে হাই কোর্টে। তবে বিষয়টি নিয়ে রাজ্য বাংলার শাসক শিবির মোটেও উদ্বিগ্ন নয়।
    নবান্নের আধিকারিকদের হিসাব অনুযায়ী, পুজো কমিটিগুলিকে সরাসরি আর্থিক অনুদান দিতে খরচ পড়বে ২৫৮ কোটি।

    DA Mamla ডিএ রায়ের পুনর্বিবেচনার আবেদন জানিয়ে ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য।

    বিদ্যুৎ বিলে ৬০ শতাংশ ছাড়পত্র দেওয়ায় তা ৩০০ কোটিতে গিয়ে দাঁড়াবে। এদিকে রাজ্য সরকারি কর্মচারীদের ষষ্ঠ বেতন কমিশনের পরে ২.৫৭ গুণ বেতন বেড়েছে। ফলে ১ শতাংশ মহার্ঘভাতা দেওয়াটাই অনেক টাকার বিষয়। তার ওপর আবার বকেয়া মহার্ঘভাতার দাবি মেটাতে আরও অনেক টাকার প্রয়োজন। এই পরিস্থিতিতে ডিএ মামলায় আদালত প্রশ্ন তুলতেই পারে, পুজো কমিটিগুলিকে ৩০০ কোটি টাকা অনুদান দেওয়ার টাকা রাজ্য সরকারের থাকলে আদালতের নির্দেশ মেনে কেন বকেয়া ডিএ মেটানো হচ্ছে না? উল্লেখ্য, গত বছরও একই ভাবে মামলা হয়েছিল। তখন আদালতে সরকারের পক্ষে জানানো হয়েছিল, কোভিড মোকাবিলায় পুজো কমিটিগুলিকে সাহায্য করা হচ্ছে। এ বছর রাজ্যে কোভিড পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। তাহলে এমন বছর রাজ্যের আইনজীবীরা কোন যুক্তি দেবেন সেটাই দেখার অপেক্ষা!

    Kolkata High Court জোর অনুদান নিয়ে তৃতীয় জনস্বার্থ মামলা হাই কোর্টে।

    MORE NEWS – জেলে প্রথম রাত কেমন কাটল ফিশচুলার রোগী অনুব্রত মণ্ডলের?

    আপাতত আগামী ১৪ দিন আসানসোল সংশোধনাগারই (Asanson Jail) তাঁর ঠিকানা। বিচারকের নির্দেশ মতো এই হাইপ্রোফাইল বন্দির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করে ফেলেছেন কারা কর্তৃপক্ষ।জেলে প্রথম রাত কেমন কাটল তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ? কী করলেন ? কী খেলেন বীরভূমের এত বড় নেতা ? কেমনই বা আছেন ফিশচুলার সমস্যার জর্জরিত অনুব্রত? CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments