More
    Homeঅনান্যGovt Rules ২৪০ কোটি টাকা পুজো অনুদান নিয়ে সরকারি নির্দেশিকা জারি।

    Govt Rules ২৪০ কোটি টাকা পুজো অনুদান নিয়ে সরকারি নির্দেশিকা জারি।

    Today Kolkata:- Govt Rules রাজ্যের ৪২ হাজার ২৮টি দুর্গাপুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদানের ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণা অনুযায়ী সেই অনুদান বরাদ্দ করল রাজ্য। রাজ্য স্বরাষ্ট্র দফতরের এক আধিকারিকের তরফে রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের কমিশনারকে এই বিষয়ে এক নির্দেশিকা পাঠানো হয়েছে।
    নির্দেশিকায় বলা হয়েছে, কলকাতা পুলিশের নিয়ন্ত্রণাধীন এলাকার ৩,০০০ পুজো এবং রাজ্য পুলিশের নিয়ন্ত্রণাধীণ মোট ৩৫টি জেলা ও কমিশনারেট এলাকার ৩৭ হাজার ২৮টি পুজোর জন্য মোট ২৪০ কোটি ১৬ লক্ষ ৮০ হাজার টাকা অনুদান বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের তরফে। রাজ্য অর্থ দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার পুজোর অনুদানের ওই অর্থ বরাদ্দ করা হয়েছে।

    Govt Rules ২৪০ কোটি টাকা পুজো অনুদান নিয়ে সরকারি নির্দেশিকা জারি।

    Lakshmir Bhandar নজর কাড়বে 'লক্ষ্মীর ভান্ডার'! দুর্গাপুজো পদযাত্রার ১৭ দফা গাইডলাইন জারি নবান্নের।

    দু’টি পৃথক ‘মেমো’র মাধ্যমে রাজ্য পুলিশকে ২২২ কোটি ১৬ লক্ষ ৮০ হাজার টাকা এবং কলকাতা পুলিশকে ১৮ কোটি দেওয়া হয়েছে। এদিকে এই অনুদান ঘোষণার পরই প্রশ্ন উঠতে শুরু করে বিভিন্ন মহলে। শুধু তাই নয়, সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে জনস্বার্থ মামলাও করা হয়। বৃহস্পতিবার ছিল এই মামলার শুনানি। মামলাকারীর দাবি, যেখানে আদালতের নির্দেশ সত্ত্বেও ‘টাকা নেই’ বলে রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘভাতা দিতে পারছে না রাজ্য, সেখানে দুর্গাপুজো বাবদ এই বিপুল অঙ্কের টাকা অনুদান দেওয়া হচ্ছে কেন? যদিও এই মামলার শুনানির আগেই পুজোর বরাদ্দ অর্থ নিয়ে বিজ্ঞপ্তি জারি করে সরকার। 

    Govt Rules ২৪০ কোটি টাকা পুজো অনুদান নিয়ে সরকারি নির্দেশিকা জারি।

    MORE NEWS – দুর্গাপুজো রইল বিশেষ পদ,সবজি কাঠি কাবাব।

    হাতেগোনা আর দিন কয়েক বাদেই দুর্গাপুজো (Durga Puja 2022)। পুজো মানেই বাঙালির মনে একরাশ আনন্দ। সারাদিন হই-হুল্লোড় আনন্দ আর রুটিনের বাইরে গিয়ে ইচ্ছে মতন খাওয়া দাওয়া। তবে এমন অনেকে আছে যারা মাংস খেতে পছন্দ করেন না বা খান না। তাই তাঁদের জন্য রইল বিশেষ পদ। সবজি কাঠি কাবাব। উপকরণ:- বরবটি হাফ কাপ, গাজর হাফ কাপ, আলু সিদ্ধ ১ কাপ, পেঁয়াজ বেরেস্তা করা হাফ কাপ, ফুলকপি ১ কাপ, বাঁধাকপি ১ কাপ, শিম হাফ কাপ, ধনেপাতা ও কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, গরম মসলা গুঁড়া ২ চা চামচ, ডিম ২টো, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments