More
    Homeঅনান্যWeather update বুধবার বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা, কলকাতা সহ জেলার ওয়েদার আপডেট।

    Weather update বুধবার বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা, কলকাতা সহ জেলার ওয়েদার আপডেট।

    Today Kolkata:- Weather update বর্ষাকালে বৃষ্টির তেমন দেখা মেলেনি। তবে রাজ্যজুড়ে মাঝে মাঝেই শুরু হয়েছে মুষলধারায় বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভবনা। এই ঘূর্ণাবর্ত পরবর্তী ৪৮ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হতে পারে। শুক্রবার ওড়িশায় প্রবেশ করবে। এর প্রভাবে শুক্র ও শনিবার ভারী বৃষ্টির সম্ভবনা দক্ষিণবঙ্গের উপকূলের জেলা ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে। দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এই পাশাপাশি ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভবনা প্রায় সব জেলাতেই।

    বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও কিছুটা কমবে। এরপর ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। এদিকে আর দিন কয়েক পরেই পুজো। এই সময় পুজো উদ্যোক্তা থেকে শুরু করে সাবধান মানুষ সকলেই ব্যস্ত কেনাকাটা ও পুজোর কাজে। আর প্রতিদিনই আকাশের মুখ ভার। পুজোর সময় আবহাওয়ার পরিস্থিতি নিয়ে চিন্তিত আট থেকে আশি সকলেই।

    Weather update বুধবার বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা, কলকাতা সহ জেলার ওয়েদার আপডেট।

    Anubrata Mandal নাচব নাকি ডেকেছে বলে?’ অভিষেককে ইডির তলব শুনে প্রতিক্রিয়া অনুব্রতর।

    Hinnamonor strom ঘণ্টায় প্রায় ২৫৭ কিলোমিটার বেগ ধেয়ে আসছে হিন্নামনর, চরম সতর্কতা জারি।

    MORE NEWS – এবার শিয়ালদহ থেকে ১০০ কিমি বেগে ছুটবে লোকাল ট্রেন।

    একবার থেকে খুব তাড়াতাড়ি পৌঁছতে পারবেন গন্তব্যস্থলে। কর্মক্ষেত্রেও দেরি হওয়ার আশঙ্কা কমতে চলেছে। ভূমিকায় লোকাল ট্রেন। বাড়ছে লোকাল ট্রেনের গতি। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে. শিয়ালদহ শাখার মেইন ও কর্ড লাইনের ট্রেনে গতি বাড়ানো হবে। উত্তরে রাণাঘাট, কৃষ্ণনগর, শান্তিপুর, গেদে লাইনের ট্রেনেও বাড়তে চলেছে গতি। বাড়বে বনগাঁ শাখার ট্রেনের স্পিড। এর পাশাপাশি বারুইপুর, নামখানা শাখার সব ট্রেনের গতিবেগ বাড়তে চলেছে। ফলে এবার আরও তাড়াতাড়ি কর্মক্ষেত্রে বা বাড়িতে পৌঁছতে পারবেন নিত্যযাত্রীরা। এর আগে লোকালের সর্বোচ্চ গতি ছিল প্রতি ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments