More
    Homeঅনান্যSealdah Station এবার শিয়ালদহ থেকে ১০০ কিমি বেগে ছুটবে লোকাল ট্রেন।

    Sealdah Station এবার শিয়ালদহ থেকে ১০০ কিমি বেগে ছুটবে লোকাল ট্রেন।

    Today Kolkata:- Sealdah Station একবার থেকে খুব তাড়াতাড়ি পৌঁছতে পারবেন গন্তব্যস্থলে। কর্মক্ষেত্রেও দেরি হওয়ার আশঙ্কা কমতে চলেছে। ভূমিকায় লোকাল ট্রেন। বাড়ছে লোকাল ট্রেনের গতি। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে. শিয়ালদহ শাখার মেইন ও কর্ড লাইনের ট্রেনে গতি বাড়ানো হবে। উত্তরে রাণাঘাট, কৃষ্ণনগর, শান্তিপুর, গেদে লাইনের ট্রেনেও বাড়তে চলেছে গতি। বাড়বে বনগাঁ শাখার ট্রেনের স্পিড। এর পাশাপাশি বারুইপুর, নামখানা শাখার সব ট্রেনের গতিবেগ বাড়তে চলেছে। ফলে এবার আরও তাড়াতাড়ি কর্মক্ষেত্রে বা বাড়িতে পৌঁছতে পারবেন নিত্যযাত্রীরা। এর আগে লোকালের সর্বোচ্চ গতি ছিল প্রতি ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার। এবার তা বাড়িয়ে প্রতি ঘণ্টায় ১০০ কিমি করা হবে। রেল সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে এই গতিতে লোকাল ট্রেন চালানোর জন্য ট্রায়াল রান হয়েছে। তবে কয়েকটি জায়গায় কিছু ত্রুটি খুঁজে পাওয়া গিয়েছে। সেগুলি সমাধান হলেই শিয়ালদা সব লাইনে দ্রুত ১০০ কিমি গতিতে ছুটবে লোকাল। সবকিছু ঠিকঠাক থাকলে সেফটি কমিশনের ছাড়পত্র পেতে অসুবিধা হবে না। এমনটাই জানিয়েছেন শিয়ালদহ ডিভিশনের আধিকারিকরা।

    Sealdah Station এবার শিয়ালদহ থেকে ১০০ কিমি বেগে ছুটবে লোকাল ট্রেন।

    Anubrata Mandal নাচব নাকি ডেকেছে বলে?’ অভিষেককে ইডির তলব শুনে প্রতিক্রিয়া অনুব্রতর।

    Durga Puja 2022 : পুজো শুরু আজ থেকেই. সবাই আনন্দ করুন’, দুর্গাপুজোর শোভাযাত্রায় ঘোষণা মমতার

    Kabi Subhash Metro station কবি সুভাষ স্টেশনের প্ল্যাটফর্মে বদল, ডাউন লাইনেই ছাড়বে দমদম ও দক্ষিণেশ্বরগামী মেট্রো।

    MORE NEWS – চারদিনের ভারত সফরে হাসিনা।

    ভারত সফরে এলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sk Hasina )। তাঁকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সোমবার চার দিনের সফরে এলেন তিনি। এদিন দু’দেশের মধ্যে সাত চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে সূত্রের খবর। জলবণ্টন, রেল, বিজ্ঞান, প্রযুক্তি-সহ সাত চুক্তি সই করা হতে পারে। রবিবার এ কথা জানিয়েছেন বাংলাদেশে বিদেশমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি বলেছেন, ‘‘আশা করব, শেখ হাসিনার সফর সফল হবে।” সোমবার বিকেলে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তাঁর বৈঠকের আয়োজন করা হয়েছে। এরপর মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির কথা রয়েছে তাঁর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু , উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গেও দেখা করার কথা রয়েছে শেখ হাসিনার। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments