More
    Homeঅনান্যKolkata High Court আরও ১১২ জন চাকরিপ্রার্থীকে নিয়োগের নির্দেশ দিল হাই কোর্ট।

    Kolkata High Court আরও ১১২ জন চাকরিপ্রার্থীকে নিয়োগের নির্দেশ দিল হাই কোর্ট।

    Today kolkata:- এবার আরও ১১২ জন চাকরিপ্রার্থীকে নিয়োগ করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)। বুধবার কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন। ২৮ সেপ্টেম্বর ১১২ জনকে চাকরির নির্দেশ দিয়েছেন বিচারপতি। জানা গিয়েছে, মোট ১৮৯ জনকে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। এদিন বিচারপতি স্পষ্ট জানান, পুজোর আগে আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে তাঁদের চাকরির বন্দোবস্ত করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ২৩ জন চাকরিপ্রার্থীকে প্রাথমিকে নিয়োগ করার নির্দেশ দেন। মঙ্গলবার আরও ৫৪ জনকে নিয়োগের নির্দেশ দেন বিচারপতি। এরপর বুধবার আরও ১১২ জনকে নির্দেশ দেওয়া হয়। জানা যায়, ২০১৪  সালে এই ১৮৯ জন চাকরিপ্রার্থী টেট পরীক্ষায় অংশ নেন। কিন্তু তাঁদের অকৃতকার্য ঘোষণা করা হয়। যদিও পরীক্ষায় প্রশ্নপত্রে ভুল ছিল। এমনই অভিযোগ ছিল চাকরিপ্রার্থীদের। সেই অভিযোগের ভিত্তিতে বিশেষ কমিটি গঠন করে প্রশ্নপত্র খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়। সেই সময় বিশেষ কমিটির পর্যবেক্ষণে টেট পরীক্ষার প্রশ্নপত্রে ভুল প্রমাণিত হয়। তাই বাড়তি ৬ নম্বর করে দেওয়ায় অভিযোগকারী চাকরিপ্রার্থীরা উত্তীর্ণ হন।

    Kolkata High Court আরও ১১২ জন চাকরিপ্রার্থীকে নিয়োগের নির্দেশ দিল হাই কোর্ট।

    Weather update বুধবার বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা, কলকাতা সহ জেলার ওয়েদার আপডেট।

    Hinnamonor strom ঘণ্টায় প্রায় ২৫৭ কিলোমিটার বেগ ধেয়ে আসছে হিন্নামনর, চরম সতর্কতা জারি।

    Partha Mamata Banerjee : ১১ বছর বিধানসভায় মুখ্যমন্ত্রীর পাশে বসতেন পার্থ ! এখন ফাঁকাই রয়েছে আসনটি

    MORE NEWS – এবার শিয়ালদহ থেকে ১০০ কিমি বেগে ছুটবে লোকাল ট্রেন।

    একবার থেকে খুব তাড়াতাড়ি পৌঁছতে পারবেন গন্তব্যস্থলে। কর্মক্ষেত্রেও দেরি হওয়ার আশঙ্কা কমতে চলেছে। ভূমিকায় লোকাল ট্রেন। বাড়ছে লোকাল ট্রেনের গতি। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে. শিয়ালদহ শাখার মেইন ও কর্ড লাইনের ট্রেনে গতি বাড়ানো হবে। উত্তরে রাণাঘাট, কৃষ্ণনগর, শান্তিপুর, গেদে লাইনের ট্রেনেও বাড়তে চলেছে গতি। বাড়বে বনগাঁ শাখার ট্রেনের স্পিড। এর পাশাপাশি বারুইপুর, নামখানা শাখার সব ট্রেনের গতিবেগ বাড়তে চলেছে। ফলে এবার আরও তাড়াতাড়ি কর্মক্ষেত্রে বা বাড়িতে পৌঁছতে পারবেন নিত্যযাত্রীরা। এর আগে লোকালের সর্বোচ্চ গতি ছিল প্রতি ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার। এবার তা বাড়িয়ে প্রতি ঘণ্টায় ১০০ কিমি করা হবে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments