More
    HomeখবরState Government বাংলাতেও হোক পোস্ত চাষ, কেন্দ্রের কাছে অনুরোধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

    State Government বাংলাতেও হোক পোস্ত চাষ, কেন্দ্রের কাছে অনুরোধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

    Today Kolkata:- পোস্ত চাষ করতে চায় রাজ্য। এ বিষয়ে অনুমোদন পেতে কেন্দ্রকে ফের চিঠি দিয়েছে রাজ্য। আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী (Chief Minister) বলেন, ‘পোস্ত আমাদের অত্যন্ত প্রিয় একটা খাবার। রাজ্যের মানুষের জন্য আমরা পোস্ত চাষ করতে চাই। কিছু রাজ্য যদি করতে পারে, তাহলে আমরা অনুমতি পাব না কেন ?” এই প্রসঙ্গে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya) কটাক্ষ, ‘আসলে পোস্ত চাষের অনুমতি না দেওয়া নিয়ে হয়তো এবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ আনবেন মুখ্যমন্ত্রী। এটা হয়ত তারই ইঙ্গিত।

    পোস্ত চাষ করতে চেয়ে আগেও কেন্দ্রের কাছে অনুমতি চেয়েছে রাজ্য। কৃষি দফতরের তথ্য অনুযায়ী, ২০১৯ সালের ২ মে কেন্দ্রের কাছে পোস্ত চাষের জন্য প্রয়োজনীয় অনুমোদন চেয়ে চিঠি দিয়েছিল রাজ্য (State Government)। যদিও, রাজ্যের সেই আবেদনে কর্ণপাত করেনি কেন্দ্র। পরিবর্তিত পরিস্থিতিতে কেন্দ্রের অনুমোদন পেতে আবার চিঠি দিল রাজ্য। রাজ্য কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, গত ৩ মার্চ এই মর্মে কেন্দ্রীয় রাজস্ব সচিবকে আবার চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dibwadi)।

    চিঠিতে মুখ্যসচিব লিখেছেন, ‘রাজ্যের মানুষের চাহিদা মেটাতে রাজ্য সরকার তার কৃষি খামারে নিয়ন্ত্রিত ভাবে পোস্ত চাষ করতে চায়। যেহেতু, ভোজ্য পোস্তর সঙ্গে মাদকাসক্তির উপকরণ হিসাবে ব্যবহৃত আফিমের কোনও সম্পর্ক নেই। তাই এই চাষে কোনও আপত্তি থাকা উচিত নয়।’ এই প্রসঙ্গে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chottopadhay) বলেন, ‘আমরা তো খোলামেলা চাষের কথা বলছি না। আমরা বলেছি রাজ্যের কৃষি খামার গুলিতে উপযুক্ত নিরাপত্তায়, নিয়ন্ত্রিত ভাবে চাষের সুযোগ দেওয়া হোক।

    State Government বাংলাতেও হোক পোস্ত চাষ, কেন্দ্রের কাছে অনুরোধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

    Weather Dakhinbanga দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি , মার্চের মাঝামাঝি কালবৈশাখীর সম্ভাবনা বাংলায়।

    MORE NEWS – দলের স্বার্থে অনুব্রত-হীন বীরভূমে ভোট করাতে রাজি , তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে মদনের প্রস্তাব।

    অনুব্রত মণ্ডল তো জেলে , তাহলে বীরভূমের তৃণমূলের সংগঠনের কি হবে ? এই প্রশ্ন আগেই উঠেছিল। এই অবস্থায় এগিয়ে এলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। জানালেন , “বীরভূমে অনুব্রত মণ্ডলের দায়িত্ব পূরণ করতে তিনি প্রস্তুত।’’ তিনি জানিয়েছেন, “একা অনুব্রতকে তিহাড়ে নিয়ে গিয়ে বীরভুমে তৃণমূলের শক্ত মাটিতে চিড় ধরানো যাবে না। দরকার পড়লে তিনি নিজে গিয়ে ‘ভোট করাবেন’। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments