More
    HomeখবরDiamond Harbour “ডায়মন্ড হারবারে ইলিশ গবেষণা কেন্দ্র হোক’’ – প্রস্তাব মমতা বন্দ্যোপাধ্যায়ের।

    Diamond Harbour “ডায়মন্ড হারবারে ইলিশ গবেষণা কেন্দ্র হোক’’ – প্রস্তাব মমতা বন্দ্যোপাধ্যায়ের।

    Today Kolkata:- Diamond Harbour ‘‘আমাকে পলিটিক্যালি গবেট ভাবতেই পারেন। আমার কিছু করার নেই।’’ বৃহস্পতিবার সন্ধ্যায় বিধানসভায় নিজের বক্তব্যের মাঝে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু কেন এমন বললেন ? ওই কথার আগে বা পরে অবশ্য এ সংক্রান্ত কোনও কথাই বলেননি মমতা। তাই জল্পনা তৈরি হয়েছে নিজের সম্পর্কে মমতার এহেন মন্তব্য নিয়ে।

    বৃহস্পতিবার বিকেলে রাজভবনে গিয়েছিলেন মমতা (Mamata Banerjee)। এর পরে যখন বিধানসভায় আসেন তখন অধিবেশন প্রায় শেষের পথে। আসার পরে পরেই খাদ্য বাজেট নিয়ে বক্তৃতা করেন তিনি। তার মাঝেই ‘পলিটিক্যালি গবেট’ প্রসঙ্গ আনেন তিনি। নিজের সংক্ষিপ্ত বক্তৃতায় রাজ্যের বিভিন্ন প্রকল্প ও কেন্দ্রের কাছে তার দাবি নিয়ে কথা বলছিলেন। সাড়ে তিন দশকের বামফ্রন্ট সরকারকে ক্ষমতাচ্যুত করার পরে টানা তিন বার তৃণমূল সরকারের (Trinamool Congress) মুখ্যমন্ত্রী তিনি। কেন্দ্রীয় মন্ত্রিসভাতে থেকেছেন।

    তাঁর চরম বিরোধীরা রাজনৈতিক বিষয়ে মমতার বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্ন তুলতে পারবেন না। অথচ তিনিই নিজের সম্পর্কে এমন প্রশ্ন তুললেন কেন ? অনেকে বলছেন , তাঁর সরকারের যে কোনও কাজ বা প্রকল্প নিয়ে বিধানসভায় বিরোধী দল বিজেপি যে ভাবে লাগাতার আক্রমণ করে তারই জবাব দিলেন মুখ্যমন্ত্রীকে।

    বৃহস্পতিবার তাঁর বক্তৃতায় রাজ্যের খাদ্য সরবরাহ পরিস্থিতি, উৎপাদন ইত্যাদি নিয়ে রাজ্যের প্রকল্পের বিররণ দেন মমতা (Mamata Banerjee)। কোথায় কী ভাবে সাধারণ মানুষকে বিনা পয়সায় খাদ্য সরবরাহ করা হচ্ছে তার বিবরণও দেন তিনি। সেই সঙ্গে বাংলাকে কেন্দ্র কেন পোস্ত চাষের অনুমতি দেবে না তা নিয়েও প্রশ্ন তোলেন। একই সঙ্গে জানান, ডায়মন্ড হারবারে ইলিশ গবেষণা কেন্দ্র গড়ার কথা।

    Diamond Harbour “ডায়মন্ড হারবারে ইলিশ গবেষণা কেন্দ্র হোক’’ – প্রস্তাব মমতা বন্দ্যোপাধ্যায়ের।

    MORE NEWS – উড়ছে গেরুয়া আবির , কেষ্টর দিল্লি যাত্রা উদযাপনে বীরভূম জেলা বিজেপির অভিনব উদ্যোগ।

    ঢাক বাজিয়ে, গেরুয়া আবির উড়িয়ে, গুড় এবং বাতাসা বিলি করা হচ্ছে বীরভূম জেলার বিভিন্ন জায়গায়। কেষ্টর দিল্লি যাত্রা উদযাপন বীরভূম জেলা বিজেপির। স্থানীয় বিজেপি নেতাদের হুঁশিয়ারি, আগামী দিনে আরও নেতা, মন্ত্রীর ঠাঁই হবে জেলে। যদিও বিজেপির কেষ্টর দিল্লি যাত্রা উদ্যাপনকে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। বীরভূমের তৃণমূলের সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় (Malay Mukherjee) বলেন, ‘‘আমরা এ সব নিয়ে ভাবছি না। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments