More
    HomeখবরBirbhum vote দলের স্বার্থে অনুব্রত-হীন বীরভূমে ভোট করাতে রাজি , তৃণমূল শীর্ষ...

    Birbhum vote দলের স্বার্থে অনুব্রত-হীন বীরভূমে ভোট করাতে রাজি , তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে মদনের প্রস্তাব।

    Today Kolkata:- Birbhum vote অনুব্রত মণ্ডল তো জেলে , তাহলে বীরভূমের তৃণমূলের সংগঠনের কি হবে ? এই প্রশ্ন আগেই উঠেছিল। এই অবস্থায় এগিয়ে এলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। জানালেন , “বীরভূমে অনুব্রত মণ্ডলের দায়িত্ব পূরণ করতে তিনি প্রস্তুত।’’ তিনি জানিয়েছেন, “একা অনুব্রতকে তিহাড়ে নিয়ে গিয়ে বীরভুমে তৃণমূলের শক্ত মাটিতে চিড় ধরানো যাবে না। দরকার পড়লে তিনি নিজে গিয়ে ‘ভোট করাবেন’।” যদিও অনুব্রতকে তিহারে নিয়ে যাওয়ার পর দল সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, সেটা মানতে নারাজ মদন মিত্র।

    রাজনৈতিক মহলে তীব্র আলোচনা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) তিহাড়ে চলে যাওয়ার পরে বীরভূমের সংগঠন দুর্বল হয়ে পড়বে। ইতিমধ্যেই বিরোধীরা এই বিষয়ে প্রচার চালাতেও শুরু করে দিয়েছে। মদন মিত্র জানিয়েছেন, “একা অনুব্রতকে তিহারে পাঠিয়ে কোনও লাভ হবে না। বীরভুমের লাল মাটি, এই শক্ত মাটিকে এভাবে ভাঙা যাবে না। একটা অনুব্রত গিয়েছে তাতে কী হয়েছে , হাজারটা মদন মিত্র আছে, হাজারটা দেবাংশু আছে।”

    Birbhum vote দলের স্বার্থে অনুব্রত-হীন বীরভূমে ভোট করাতে রাজি , তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে মদনের প্রস্তাব।

    State Government বাংলাতেও হোক পোস্ত চাষ, কেন্দ্রের কাছে অনুরোধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

    Rouse avenue court কখনও খাচ্ছেন বার্গার , আবার কখনও সুগারলেস কোল্ড কফি – ইডি’র হেফাজতে ‘জামাই আদর’ অনুব্রতর।

    কামারহাটির বিধায়ক বিরোধীদের উদ্দেশ্য পাল্টা বলছেন, অনুব্রত যেভাবে দল চালাতেন, তিনিও সেভাবেই চালাতে চান দল। বীরভূমের সংগঠন প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন, রোম-মোগল সাম্রাজ্যের উপমা। মদন মিত্র (Madan Mitra) উল্লেখ করেছেন, মোগল সাম্রাজ্য একদিনে ভেঙে যায়নি। আবার রোমান সাম্রাজ্যও একদিনে তৈরি হয়নি। অনুব্রতকে (Anubrata Mondal) তিহারে নিয়ে গেলেও বীরভূমে দলের যে ‘সাম্রাজ্য’ তিনি তৈরি করেছেন, সেই সাম্রাজ্য ভেঙে পড়বে না। বরং অনুব্রতর দেখানো পথেই তিনি বীরভূম জেলার দায়িত্ব সামলে দেবেন।

    এরপরই তৃণমূলের (Trinamool Congress) শীর্ষ নেতৃত্বের কাছে মদনের প্রস্তাব, “দল যদি চায় আমি গিয়ে ভোট করাতে রাজি আছি। দরকারে এক মাস গিয়ে পড়ে থেকে ভোট করাব। আমি নিজে থেকে সেটা জানিয়ে রাখছি।” মদন মিত্রের (Madan Mitra) এই স্বেচ্ছায় আবেদন প্রসঙ্গে দলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) জানিয়েছেন, “অনুব্রত মণ্ডল নিয়ে একটা আইনি লড়াই চলছে। আমাদের সংগঠন অটুট আছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments