More
    HomeখবরRouse avenue court কখনও খাচ্ছেন বার্গার , আবার কখনও সুগারলেস কোল্ড কফি...

    Rouse avenue court কখনও খাচ্ছেন বার্গার , আবার কখনও সুগারলেস কোল্ড কফি – ইডি’র হেফাজতে ‘জামাই আদর’ অনুব্রতর।

    Today Kolkata:- Rouse avenue court কখনও খাচ্ছেন বার্গার , আবার কখনও সুগারলেস কোল্ড কফি। ‘জামাই আদর’ পাচ্ছেন বীরভূমের কেষ্ট। দিল্লিতে রসে-বশেই রয়েছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। ইডি’র (Enforcement Directorate) হেফাজতে থাকা সত্ত্বেও তাঁর জন্য এলাহী আয়োজন।

    না ! বীরভূম থেকে দিল্লিতে গিয়েও হচ্ছে না কোন অসুবিধা। ইডি’র (Enforcement Directorate) হেফাজতে দিল্লিতে রসে-বশেই রয়েছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। সূত্রের খবর , দুপুরবেলায় বাঙালি খাবারেই রসনাতৃপ্ত করছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। বিচারকের নির্দেশে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে বসে বার্গার , সুগারলেস কোল্ড কফি।

    সূত্রের খবর , সিঙ্গল বেড এসি রুমে থাকছেন অনুব্রত , রয়েছে অ্যাটাচড বাথরুম। তবে ঘরে নেই টিভি , সাথে নেই মোবাইলও। ওই ঘর লাগোয়া কেবিনে তিনজন জেরা করছেন অনুব্রতকে (Anubrata Mondal)। তবে এখানেই শেষ নয়। অনুব্রতর মধ্যাহ্নভোজেও খামতি রাখেননি ইডি (Enforcement Directorate) আধিকারিকরা। দুপুরে ভাত, ডাল, মাছের ঝোল আবার কখনও পোস্তর তরকারি। দু’বেলা ভরপেট বাঙালি খাবারও খাচ্ছেন অনুব্রত মণ্ডল।

    ইডি (Enforcement Directorate) দফতরে মিষ্টি সন্দেশ খাওয়ার আবদার করেন অনুব্রত মণ্ডল। অনুব্রতর সেই আবদার অবশ্য রেখেছেন ইডি আধিকারিকরা। গরু পাচার মামলায় আরও তথ্যের খোঁজে অনুব্রত মণ্ডলকে দিল্লিকে নিয়ে গিয়ে জেরা ইডি’র। উল্লেখ্য , গরু পাচার মামলার তদন্তে নেমে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) একাধিক বেনামি অ্যাকাউন্টের খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। সূত্রের খবর , আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্যের খোঁজেই দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করা হচ্ছে। অনুব্রতর আয়ের উৎস ঠিক কী , বারবার সে প্রশ্ন করা হচ্ছে।

    Rouse avenue court কখনও খাচ্ছেন বার্গার , আবার কখনও সুগারলেস কোল্ড কফি – ইডি’র হেফাজতে ‘জামাই আদর’ অনুব্রতর।

    Birbhum vote দলের স্বার্থে অনুব্রত-হীন বীরভূমে ভোট করাতে রাজি , তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে মদনের প্রস্তাব।

    MORE NEWS – উড়ছে গেরুয়া আবির , কেষ্টর দিল্লি যাত্রা উদযাপনে বীরভূম জেলা বিজেপির অভিনব উদ্যোগ।

    ঢাক বাজিয়ে, গেরুয়া আবির উড়িয়ে, গুড় এবং বাতাসা বিলি করা হচ্ছে বীরভূম জেলার বিভিন্ন জায়গায়। কেষ্টর দিল্লি যাত্রা উদযাপন বীরভূম জেলা বিজেপির। স্থানীয় বিজেপি নেতাদের হুঁশিয়ারি, আগামী দিনে আরও নেতা, মন্ত্রীর ঠাঁই হবে জেলে। যদিও বিজেপির কেষ্টর দিল্লি যাত্রা উদ্যাপনকে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। বীরভূমের তৃণমূলের সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় (Malay Mukherjee) বলেন, ‘‘আমরা এ সব নিয়ে ভাবছি না। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments