More
    HomeখবরSuvendu Adhikari অভিষেকের প্রশাসনিক বৈঠক নিয়ে জনস্বার্থ মামলার হুমকি শুভেন্দু অধিকারীর।

    Suvendu Adhikari অভিষেকের প্রশাসনিক বৈঠক নিয়ে জনস্বার্থ মামলার হুমকি শুভেন্দু অধিকারীর।

    Today Kolkata:- ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) প্রশাসনিক বৈঠককে ঘিরে একাধিক প্রশ্ন তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রবিবার বিরোধী দলনেতা পর পর কয়েকটি টুইট করেন। মুখ্যসচিবের উদ্দেশে টুইটে তিনি লেখেন, ‘‘মাননীয় মুখ্যসচিব, পশ্চিমবঙ্গে গণতন্ত্র আছে, না কি কর্তৃত্ববাদী রাজতন্ত্র কায়েম হয়েছে, তা নিয়ে আমি দ্বিধায় আছি। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক একটি পর্যালোচনা সভার ব্যবস্থা করেছিলেন ডায়মন্ড হারবার (Diamond Harbour) সংসদীয় নির্বাচনী এলাকার জন্য। পশ্চিমবঙ্গে ৪২টি সংসদীয় আসন আছে , বাকিগুলোর কী হবে ?’’

    তিনি আরও লেখেন , ‘‘ডায়মন্ড হারবার ছাড়াও , জেলায় আরও ৩টি সংসদীয় কেন্দ্র রয়েছে , জয়নগর , মথুরাপুর , যাদবপুর। কেন তাদের উপেক্ষা করলেন জেলাশাসক (District Magistrate) ?’’ প্রসঙ্গত , মার্চ মাসে ফের ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক করতে পারেন অভিষেক (Abhishek Banerjee)। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়ে দেন , মুখ্যসচিবের উত্তরের জন্য আগামী ২ সপ্তাহ অপেক্ষা করবেন। যদি কোনও জবাব না পাওয়া যায় , তা হলে বিষয়টি নিয়ে আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করবেন।

    গত বছর নভেম্বর মাসে ডায়মন্ড হারবারের রবীন্দ্র ভবনে (Rahindra Bhavan) প্রশাসনিক বৈঠক করেছিলেন তিনি। শনিবার বৈঠক হল বজবজ-২ ব্লকের নোদাখালিতে। গত বছর করোনা ভাইরাসের সংক্রমণের তৃতীয় ঢেউয়ের সময়ও নিজের লোকসভা এলাকায় কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলিপুরের নব প্রশাসনিক ভবনে এক প্রশাসনিক বৈঠক করেছিলেন অভিষেক (Abhishek Banerjee)।

    Suvendu Adhikari অভিষেকের প্রশাসনিক বৈঠক নিয়ে জনস্বার্থ মামলার হুমকি শুভেন্দু অধিকারীর।

    Lakshmir Bhandar পরিকাঠামো তৈরির টাকা খরচ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে, নবান্নকে চিঠি কেন্দ্রীয় অর্থমন্ত্রকের।

    গ্রাহকদের প্রতারণার হাত থেকে রক্ষা করাই লক্ষ্য, Play Store এর নির্দেশিকা আরও কঠোর এবং পুনর্গঠন করছে Google।

    মাটির চরিত্র বদল, থমকে গেল ইস্ট ওয়েস্ট মেট্রোর ইমারজেন্সি ইভাকুয়েশন শ্যাফট তৈরির কাজ।

    শনিবার বৈঠক শেষ হওয়ার পরেই নিজের আগামী পরিকল্পনা বৈঠকে হাজির জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকদের জানিয়ে দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। আগামী মার্চ মাসে আবারও ডায়মন্ড হারবার লোকসভা এলাকার জনপ্রতিনিধি ‌এবং সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। অভিষেকের (Abhishek Banerjee) শনিবারের বৈঠকে উপস্থিত পরিবহণ প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল (Dilip Mondal) বলেন, ‘‘মার্চ মাসে আবার সাংসদ আমাদের নিয়ে বৈঠক বসবেন। কিন্তু পরে বৈঠকের দিনক্ষণ এবং স্থান জানানো হবে।’’

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments