More
    HomeখবরSuvendu Adhikari শ্যামনগরের সাংগঠনিক বৈঠক করলেন বিরোধী দলনেতা বিধায়ক শুভেন্দু অধিকারী।

    Suvendu Adhikari শ্যামনগরের সাংগঠনিক বৈঠক করলেন বিরোধী দলনেতা বিধায়ক শুভেন্দু অধিকারী।

    নিজস্ব প্রতিনিধি:- কয়েকদিন আগেই ভদ্র ছেলে ঘাসফুল শিবিরে যোগদান করে ব্যারাকপুর লোকসভার সাংসদ অর্জুন সিং ব্যারাকপুর দায়িত্ব দেওয়া হয় শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) কে। আজ শ্যামনগর দলীয় নেতৃত্ব ও সাংগঠনিক বৈঠক করে বিরোধী দলনেতা বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এছাড়া উপস্থিত ছিলেন সভাপতি সন্দীপ ব্যানার্জি ফাল্গুনী পাত্র সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা।

    Suvendu Adhikari শ্যামনগরের সাংগঠনিক বৈঠক করলেন বিরোধী দলনেতা বিধায়ক শুভেন্দু অধিকারী।

    MORE NEWS – Raja Narendra Lal Khan Women’s College এ শুরু হতে চলেছে জাতীয় সেবা প্রকল্প রাষ্ট্রীয় একতা শিবির।

    Today Kolkata:- মেদিনীপুরের রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ে (Raja Narendra Lal Khan Women’s College) বুধবার থেকে শুরু হতে চলেছে জাতীয় সেবা প্রকল্প রাষ্ট্রীয় একতা শিবির। ভারত সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তর, এন এস এস-এর কলাকাতার রিজিওনাল ডাইরেক্টোরেট ও রাজ নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয় (অটোনোমাস)- এর যৌথ উদ্যোগে আয়োজিত আবাসিক সাতদিনের এই এন এস এস রাষ্ট্রীয় একতা শিবিরে পশ্চিমবঙ্গ সহ ভারতের আঠারোটি রাজ্যের ২০০ জন স্বেচ্ছাসেবক ছাত্র-ছাত্রী ও অধ্যাপক-অধ্যাপিকা ও আধিকারিকরা যোগ দেবেন। ভারতের স্বাধীনতার পঁচাত্তর বছর উপলক্ষ্যে এবারের শিবিরের মূল থিম “আজদী কা অমৃত মহোৎসব”। বুধবার বিকেলে এই শিবিরের উদ্বোধন করবেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিবাজীপ্রতিম বসু। CONTINUE READING

    MORE NEWS – হারিয়ে যাওয়া শিল্পীদের ফিরিয়ে আনতে সরিষা হাই স্কুলের সাংস্কৃতিক মঞ্চে যাত্রা উৎসব।

    Today Kolkata:- হারিয়ে যাওয়া শিল্পীদের ফিরিয়ে আনতে সরিষা হাই স্কুলের সাংস্কৃতিক মঞ্চে ডা: হা: ২ নম্বর ব্লকের উদ্যোগে ও সরিষা অঞ্চলের ব্যবস্থাপনায় আটদিন ব্যাপী যাত্রা উৎসবের আয়োজন করা হয়। সমাজ গঠনে হোক বা ভাঙ্গনের প্রতিবাদে মজার ছলে হোক বা দৃপ্ত কন্ঠের বার্তা। অভিনয় একমাত্র প্রতিবাদী হতে শেখায় সাধারণ মানুষকে। জোট বাঁধতে শেখায় নিজেদের প্রয়োজনে, অপ্রত্যাশিতভাবে ঘটে যাওয়া ধ্বংসস্তূপ থেকে নতুন করে সৃষ্টির দিশা দেখায় যাত্রা থিয়েটার। স্বাধীনতা পূর্ববর্তী হোক বা পরবর্তী সময় একাধিক অন্যায় ব্যভিচার নির্ভীক ভাবে তা উপস্থাপিত হয়েছে সমাজের চোখে। আজও যাত্রা প্রেমী মানুষেরা খোঁজেন এধরনের সকলের অন্তরালে ঘটে যাওয়া অথবা যেকোনো কারণেই হোক প্রকাশিত না হওয়া মানুষের জ্বলন্ত সমস্যা, অথবা তার থেকে পরিত্রাণের উপায়। প্রচন্ড অস্থির এ সময়ে শিশু-কিশোর-কিশোরীদের মানসিক বিকাশেও যাত্রা থিয়েটারের ভূমিকা অপরিসীম হয়ে দাঁড়িয়েছে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments