More
    Homeঅনান্যRaja Narendra Lal Khan Women's College এ শুরু হতে চলেছে জাতীয় সেবা...

    Raja Narendra Lal Khan Women’s College এ শুরু হতে চলেছে জাতীয় সেবা প্রকল্প রাষ্ট্রীয় একতা শিবির।

    Today Kolkata:- মেদিনীপুরের রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ে (Raja Narendra Lal Khan Women’s College) বুধবার থেকে শুরু হতে চলেছে জাতীয় সেবা প্রকল্প রাষ্ট্রীয় একতা শিবির। ভারত সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তর, এন এস এস-এর কলাকাতার রিজিওনাল ডাইরেক্টোরেট ও রাজ নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয় (অটোনোমাস)- এর যৌথ উদ্যোগে আয়োজিত আবাসিক সাতদিনের এই এন এস এস রাষ্ট্রীয় একতা শিবিরে পশ্চিমবঙ্গ সহ ভারতের আঠারোটি রাজ্যের ২০০ জন স্বেচ্ছাসেবক ছাত্র-ছাত্রী ও অধ্যাপক-অধ্যাপিকা ও আধিকারিকরা যোগ দেবেন। ভারতের স্বাধীনতার পঁচাত্তর বছর উপলক্ষ্যে এবারের শিবিরের মূল থিম “আজদী কা অমৃত মহোৎসব”। বুধবার বিকেলে এই শিবিরের উদ্বোধন করবেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিবাজীপ্রতিম বসু বসু।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক ডাঃ রশ্মি কমল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলার পুলিশ সুপার দীনেশ কুমার। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। সাতদিনের এই একতা শিবিরে পতাকা উত্তোলন,শোভাযাত্রা, আলোচনা সভা সহ নানা ক্রীড়া, সাংস্কৃতিক কর্মসূচি ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ভারতের বিভিন্নতার মধ্য ঐক্য সুরকে পাথেয় করে। এই কর্মসূচিকে কেন্দ্র করো গোটা মহিলা মহবিদ্যালয় জুড়ে সাজো সাজো রব। মঙ্গলবার বিকেলে এই উপলক্ষ্যে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মহিলা কলেজের অধ্যক্ষা অধ্যাপিকা জয়শ্রী লাহা,এন এস এস-এর কলকাতার রিজিওনাল অফিসার বিনয় কুমার, এন এস এস এর প্রোগ্রাম অফিসার অধ্যাপিকা দেবযানী মুখার্জি প্রমুখ।

    Raja Narendra Lal Khan Women’s College এ শুরু হতে চলেছে জাতীয় সেবা প্রকল্প রাষ্ট্রীয় একতা শিবির।

    MORE NEWS – Global warming বিশ্ব উষ্ণায়ন রোধে বৃক্ষরোপনের বার্তা দিতে সাইকেলে ভ্রমণ।

    Today Kolkata:- Global warming বাপন হালদার, দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘি থানার অন্তর্গত রাধাকান্তপুর অঞ্চলের বাসিন্দা। ভ্রমণপিপাসু পরিবেশপ্রেমী যুবকটির ছোটবেলা থেকে বাইসাইকেল চালানোর প্রতি ছিল বিশেষ আকর্ষণ। বাপন অষ্টম শ্রেণীতে পড়াশোনা করার সময়, প্রথম বাবার কাছ থেকে সাইকেল উপহার স্বরূপ পায়। এরপর তার বাহন কে সঙ্গী করে পথ চলা শুরু। একদিন মনে মনে ঠিক করল, সাইকেল চেপে দূর ভ্রমণে বের হবে। সাথে সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বার্তা দেওয়া, বৃক্ষরোপণ থেকে শুরু করে প্লাস্টিক মুক্ত পৃথিবী। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments