More
    Homeঅনান্যBaishnab nagar Thana বাজ পড়ে মৃত্যু হল এক দুধ ব্যবসায়ীর।

    Baishnab nagar Thana বাজ পড়ে মৃত্যু হল এক দুধ ব্যবসায়ীর।

    মালদা:- বাজ পড়ে মৃত্যু হল এক দুধ ব্যবসায়ীর। মৃতদেহ আনা হলো ময়নাতদন্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বৈষ্ণব নগর থানা (Baishnab nagar Thana) ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের জরলাহী পাড়া এলাকায়। মৃত ওই দুধ ব্যবসায়ীর নাম গজেন ঘোষ বয়স(৪৬) বছর। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় প্রত্যেক দিনের মতো গতকাল বিকেলে ও ব্যক্তি বাড়ি থেকে এক কিলোমিটার দূরে মাঠে গরু চরাতে যায়। সেই সময় হঠাৎই ঝড় বৃষ্টি নেমে আসে। ঝড় বৃষ্টির সময় হঠাৎই বাজ পড়ে তার শরীরে। সেখানে ওই দুধ ব্যবসায়ী মৃত্যুর কোলে ঢলে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বৈষ্ণব নগর থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত ব্যক্তির পরিবার সহ গোটা গ্রামে।

    Baishnab nagar Thana বাজ পড়ে মৃত্যু হল এক দুধ ব্যবসায়ীর।

    MORE NEWS – BSF ভারত-বাংলাদেশ সীমান্তে মানবিক বিএসএফ।

    মালদা, ২৪ মে:- ভারত-বাংলাদেশ সীমান্তে মানবিক বিএসএফ (BSF)। সোমবার গভীর রাতে গর্ভবতী এক মহিলাকে সঠিক সময় হাসপাতালে পৌঁছে ওই মহিলার প্রাণ বাচালো বিএসএফ (BSF) জওয়ানরা। মালদা জেলার মহদীপুর সংলগ্ন ভারত-বাংলাদেশ সীমান্তে বারিবোনা গ্রামের বাসিন্দা মায়া মন্ডল (১৯)। স্বামী পঙ্কজ মণ্ডল পেশায় শ্রমিক। বিএসএফ (BSF) সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে প্রসব যন্ত্রণা ওঠে মায়া মন্ডল এর। প্রত্যন্ত গ্রাম বারিবোনা এলাকা। সেখান থেকে হাসপাতালে পৌঁছানোর কোন উপায় না দেখে ওই মহিলার স্বামী বিএসএফের দ্বারস্থ হন। খবর পেয়ে মহদীপুর পোস্ট থেকে বিএসএফের ৭০ নং ব্যাটালিয়নের জাওয়ানরা একটি এম্বুলেন্স নিয়ে ওই মহিলার বাড়ির সামনে হাজির হন। গর্ভবতী মহিলাকে অ্যাম্বুলেন্সে নিয়ে গভীর রাতে তাকে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। CONTINUE READING

    MORE NEWS – Paschim Medinipur বিজেপির পশ্চিম মেদিনীপুর যুব মোর্চার নেতৃত্বে পথ অবরোধ করে বিক্ষোভ।

    Today Kolkata:- এসএসসি পরীক্ষায় ব্যাপক দুর্নীতির প্রতিবাদে এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী ও বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি র গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার দুপুরে বিজেপির পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) যুব মোর্চার নেতৃত্বে কালেক্টরেট মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। একজন সিবিআই সেজে আর একজন পার্থ চট্টোপাধ্যায় সেজে কোমরে দড়ি বেঁধে মিছিল করে নিয়ে যাওয়া হয়। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments